Ajker Patrika

মীনা দিবসে নানা আয়োজন

আজকের পত্রিকা ডেস্ক
Thumbnail image

‘নিরাপদ ও আনন্দময় পরিবেশে মানসম্মত শিক্ষা’ স্লোগানে বিভিন্ন স্থানে পালিত হয়েছে মীনা দিবস। গতকাল শনিবার দিবসটি উপলক্ষে শোভাযাত্রা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো খবরে:

দশমিনা (পটুয়াখালী): উপজেলা প্রশাসনের উদ্যোগে গতকাল সকালে শোভাযাত্রা, উপজেলা পরিষদ কনফারেন্স হলরুমে আলোচনা সভা ও শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. জাফর আহমেদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আল-মামুন, উপজেলা মেডিকেল কর্মকর্তা গোলাম সরোয়ার প্রমুখ।

মির্জাগঞ্জ (পটুয়াখালী): উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে দিবসটি উপলক্ষে গতকাল সকালে শোভাযাত্রা বের করা হয়। পরে উপজেলা পরিষদ অডিটরিয়ামে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান খান মো. আবু বকর সিদ্দিকী। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইসমাইল হোসেন মৃধা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রিয়াজুল ইসলাম প্রমুখ।

গলাচিপা (পটুয়াখালী): উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজনে গতকাল সকালে শোভাযাত্রা হয়েছে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. সাইফুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রেস ক্লাবের সভাপতি খালিদ হোসেন মিলটন, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

কাউখালী (পিরোজপুর): দিবসটি উপলক্ষে গতকাল বর্ণাঢ্য শোভাযাত্রা ও মীনার গল্প বলার আসর অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের আয়োজিত শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদের সামনে ছোট সোনামণিদের নিয়ে মীনার গল্প বলার আসর অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল হাকিম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মিজানুর রহমান প্রমুখ।

আমতলী (বরগুনা): দিবসটি উপলক্ষে আমতলী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে শোভাযাত্রা, গল্প বলা ও আলোচনা সভা হয়েছে। সভায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো. মজিবুর রহমান খলিফা।

মুলাদী (বরিশাল): মুলাদীতে মীনা দিবসে আনন্দ শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা শিক্ষা দপ্তরের আয়োজনে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল হাসান। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কাজী মাইনুল আহসান সবুজ প্রমুখ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত