Ajker Patrika

টিপকাণ্ডে সমালোচিত কারিনা কাপুর

আপডেট : ২৪ এপ্রিল ২০২২, ১৫: ২৮
টিপকাণ্ডে সমালোচিত কারিনা কাপুর

একটি জুয়েলারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের মডেল হয়েছেন কারিনা। সেখানে তাঁকে ভারী সাজে দেখা গেলেও কপাল ছিল টিপশূন্য। আর এতেই বাধে বিপত্তি। কপালে টিপ না পরায় ভারতীয় সংস্কৃতিকে অপমান করার অভিযোগ উঠেছে এই নায়িকার বিরুদ্ধে! শুধু কারিনা নয়, ক্ষুব্ধ অনেকে বয়কটের ডাক দিয়েছেন ওই জুয়েলারি প্রতিষ্ঠানকেও। টুইটারে একের পর এক হ্যাশট্যাগ দিয়ে লিখছেন, বয়কট মালাবার গোল্ড এবং নো বিনি নো বিজনেস, যা এখন ট্রেন্ডিং।

‘সারা বিশ্ব জানে, টিপ পরা আমাদের ঐতিহ্যের অঙ্গ। কপালের ঠিক মাঝখানে পরা হয়, এটাই ভারতের রীতি ও সংস্কৃতি। এটা কি এরা জানে না? নেগেটিভ প্রচারও তো ভালো প্রচার।’—এমন মন্তব্য করা হয়েছে কারিনার ছবি শেয়ার করে। একজন আবার লেখেন, ‘সিঁদুরের টিপ শক্তির আরেক রূপ। কপালে সিঁদুরের টিপ লাগানো হিন্দুধর্মের সংস্কৃতি, শুদ্ধতা এবং পবিত্রতার প্রতীক। এটি বিবাহিত স্ত্রীর পরিচয়ও বটে।’

বিজ্ঞাপন নিয়ে এই বিতর্ক নতুন নয়। গত বছর হিন্দু সংস্কৃতির অপমানের অভিযোগে রোষানলে পড়ে পোশাক প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফ্যাবইন্ডিয়া। সোশ্যাল মিডিয়ায় এই প্রতিষ্ঠানের পোশাক বয়কটের ডাক দেওয়া হয়। সম্প্রতি পান-মসলার বিজ্ঞাপন করে রোষানলে পড়েছেন অভিনেতা অক্ষয় কুমার। তিনি ক্ষমা চেয়ে এই প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি বাতিল করেছেন। এ ধরনের বিজ্ঞাপন আর করবেন না, এমন প্রতিশ্রুতিও দিয়েছেন। এবার কটাক্ষের মুখে পড়ল কারিনা কাপুরের বিজ্ঞাপন। যদিও এ বিষয়ে এখনো মালাবার কিংবা কারিনার পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি।

আগামী ১১ আগস্ট মুক্তি পাবে কারিনার নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। সর্বশেষ দুই বছর আগে কারিনা অভিনীত ‘গুড নিউজ’ মুক্তি পায়। এরপর আর বড় পর্দায় দেখা মেলেনি এই অভিনেত্রীর।

দ্বিতীয়বার মা হওয়ার কারণে অনেক দিন সিনেমা থেকে দূরে ছিলেন। তাই ভিন্ন ধাঁচের সিনেমা দিয়েই ফেরার ইঙ্গিত দিয়েছিলেন কারিনা, যে জন্য আমির খানের সঙ্গে আবার জুটি বেঁধে কাজ করেছেন নির্মাতা অদ্বৈতের ‘লাল সিং চাড্ডা’ সিনেমায়।

কারিনা কাপুর সম্পর্কিত পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত