Ajker Patrika

বাংলাদেশ-ভারত ম্যাচে সেই আম্পায়ারিং বিতর্ক

নিজস্ব প্রতিবেদক, অ্যাডিলেড থেকে
আপডেট : ০৩ নভেম্বর ২০২২, ০৮: ৪৫
বাংলাদেশ-ভারত ম্যাচে সেই আম্পায়ারিং বিতর্ক

‘ভারতের বিপক্ষে খেলায় সব সময় একই গল্প, আমরা সব সময় জয়ের প্রান্তে থাকি কিন্তু শেষটা করতে পারি না’—পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আফসোস নিয়ে বলছিলেন সাকিব আল হাসান। এত কাছে তবু এত দূরে—এই গল্পের সঙ্গে বাংলাদেশ-ভারত ম্যাচে আম্পায়ারিং বিতর্কও যেন পরিচিত ঘটনা হয়ে দাঁড়িয়েছে।

২০১৫ বিশ্বকাপে মেলবোর্নে কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে রুবেল হোসেনের ‘নো বল’ হওয়া না-হওয়া নিয়ে কম বিতর্ক হয়নি। আম্পায়ারিং নিয়ে বিতর্ক ছিল গতকালকের ম্যাচেও। বৃষ্টি না থামতেই মাঠকর্মীরা অনেক চেষ্টা চালাচ্ছিলেন মাঠ দ্রুত শুকিয়ে ফেলতে। অবিরত বৃষ্টিতে এ চেষ্টা অবশ্য খুব একটা কাজে দিচ্ছিল না। বৃষ্টিতে ৫২ মিনিট খেলা বন্ধ থাকার পর আম্পায়াররা যে সময়ে খেলা শুরু করলেন, মাঠ ভালোভাবে শুকাতে আরও সময় নেওয়া যেত কি না—এ প্রশ্ন উঠেছে। ভেজা মাঠে লিটন দাস একাধিকবার পিছলে গেছেন। স্বচ্ছন্দে না দৌড়াতে পারার খেসারত দিয়ে রানআউটও হয়েছেন।

সাকিব অবশ্য এ বিষয়ে কোনো বিতর্কে জড়াতে আগ্রহী নন। আম্পায়ারের সিদ্ধান্তে তিনি খুশি কি না, সংবাদ সম্মেলন শেষে ড্রেসিংরুমে ফেরার পথে হাসতে হাসতেই বলছিলেন, ‘খুশি হলে কী আর দুঃখে থাকলেই-বা কী!’ তবে মিক্সড জোনে আসা নুরুল হাসান সোহান জানালেন আরেক তথ্য, ‘মাঠ যে ভেজা আপনারাও দেখছেন। যখন আমরা কথা বলি, একটা ফেক থ্রোও ছিল। যেটায় ৫ রান পেনাল্টি হয়তো হতে পারত। ওটা আমাদের দিকে আসতে পারত।’

সোহান জানালেন, ‘ফেক থ্রো’ হয়েছিল বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে। বিতর্কিত বিষয়ের বাইরেও বাংলাদেশের সুযোগ ছিল ম্যাচটি জিতে নেওয়ার। সোহানের আফসোস, ‘লিটন ভালো মঞ্চ তৈরি করেছিল। আমরাও কাছাকাছি গিয়েছিলাম। শেষ ওভারে আত্মবিশ্বাসী ছিলাম হয়ে যাবে। তবে একটা বাউন্ডারি আমাদের শর্ট ছিল।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জমকালো দোতলা বাড়িতে দূতাবাস, সামনে সারি সারি কূটনৈতিক গাড়ি—৭ বছর পর জানা গেল ভুয়া

বেনজীরের এক ফ্ল্যাটেই ১৯ ফ্রিজ, আরও বিপুল ব্যবহার সামগ্রী উঠছে নিলামে

অবশেষে রাজি ভারত, ‘জিতেছে বাংলাদেশ’

ছাত্রদলের কেন্দ্রীয় নেতাকে শুভেচ্ছা জানাতে বিমানবন্দরে পলাতক আসামি

ই-মেইলে একযোগে ৫৪৭ ব্যাংক কর্মকর্তা চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত