Ajker Patrika

ফকিরহাটে ১০ কোটির খাস জমি উদ্ধার

ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১: ২৫
ফকিরহাটে ১০ কোটির খাস জমি উদ্ধার

বাগেরহাটের ফকিরহাটে অবৈধভাবে দখল করা ১০ কোটি টাকার বেশি বাজার মূল্যের খাসজমি উদ্ধার করেছে উপজেলা ভূমি অফিস। সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের নেতৃত্বে উপজেলার বিভিন্ন মৌজা থেকে এসব জমি উদ্ধার করা হয়।

ভূমি অফিসের তথ্য অনুযায়ী, কিছু প্রভাবশালী মানুষ উপজেলার বিভিন্ন এলাকার সরকারি খাসজমি দীর্ঘদিন ধরে ভোগ করছিল। এসব জমির মধ্যে বিলান, ডাঙা, কৃষি ও চর ভরাটের খাসজমি রয়েছে। এসব জমি উদ্ধারে সহকারী কমিশনার (ভূমি), নায়েব ও সার্ভেয়ারদের সমন্বয়ে একটি দল সরকারি সম্পত্তি সংরক্ষণ, ব্যবস্থাপনা ও উদ্ধার কার্যক্রমের আওতায় খাস জমি চিহ্নিত করার কাজ শুরু করে। উপজেলা পরিষদের চেয়ারম্যান স্বপন দাশের তত্ত্বাবধানে উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্থানীয় পুলিশ প্রশাসন এ কার্যক্রমে সহযোগিতা করে।

সূত্র জানায়, ফকিরহাট মডেল থানা-পুলিশের সহায়তায় ও সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদারের নেতৃত্বে গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত মোট ৩৬ দশমিক ৩৮ একর খাসজমি উদ্ধার করা হয়। স্থানীয় মৌজা অনুযায়ী উদ্ধার করা এ জমির বাজার মূল্য ১০ কোটি ১০ লাখ ৫০ হাজার ৪৫৫ টাকা।

সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার বলেন, সরকারি সম্পদ সংরক্ষণের জন্য খাসজমি উদ্ধার শুরু করা হয়। উদ্ধার কাজ বেগবান করতে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিরা সহযোগিতা করেছেন।

ইউএনও সানজিদা বেগম বলেন, খাসজমি উদ্ধার একটি নিয়মিত প্রক্রিয়া হলেও অনেক কারণে তা থমকে ছিল। ভূমিহীনদের জন্য প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের কারণে এ উদ্ধারকাজ বেগবান হয়েছে। জমি উদ্ধার করে বেশ কিছু জমিতে ঘর নির্মাণ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত