Ajker Patrika

স্থবিরতার মধ্যেও সচল আয় ৫০ কোটি টাকা

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৪ জুলাই ২০২৪, ১৬: ০৫
স্থবিরতার মধ্যেও সচল আয় ৫০ কোটি টাকা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে উদ্ভূত পরিস্থিতিতে স্থবির হয়ে পড়েছে সবকিছুই। কিন্তু এর মধ্যেও স্বাভাবিকভাবে চলছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পায়রা বন্দরের সব কার্যক্রম। চলমান স্থবিরতার মধ্যেও চলতি মাসে আটটি পণ্যবাহী মাদার ভেসেল পায়রা বন্দরে নোঙর করেছে। এর মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকার রাজস্ব আয় হয়েছে বন্দর কর্তৃপক্ষের। 

গতকাল মঙ্গলবার সকালে পায়রা বন্দরের কনফারেন্স রুমে জেলার সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় এ তথ্য জানান পায়রা বন্দরের চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল আব্দুল্লাহ আল-মামুন চৌধুরী। তিনি সাংবাদিকদের বলেন, দেশের চলমান পরিস্থিতিতে সবকিছু থেমে থাকলেও পায়রা বন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবেই চলেছে। ১৮ জুলাই বন্দরে দুটি মাদার ভেসেল জাহাজ এসেছে।

জাহাজগুলো হলো এমভি সি স্পিড ও এমভি আব্দুল্লাহ। লাইটারেজের মাধ্যমে এসব জাহাজ থেকে পণ্য খালাস কার্যক্রম সচল রয়েছে। এ ছাড়া ১৯ জুলাই এমভি ব্রাইট নামের একটি জাহাজ কয়লা খালাস করে বন্দর ত্যাগ করেছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আমদানি করা পণ্য আমদানিকারকদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। চলতি মাসে পণ্যবাহী মোট আটটি মাদার ভেসেল বন্দরে নোঙর করেছে। এর মাধ্যমে প্রায় ৫০ কোটি টাকা আয় হয়েছে। 

পায়রা বন্দরের চেয়ারম্যান আরও বলেন, ‘ইন্টারনেট সেবা বন্ধ থাকায় ম্যানুয়াল পদ্ধতিতে ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে লেনদেনের প্রক্রিয়া চালু রেখেছি। এ ছাড়া উন্নয়নকাজ যাতে বাধাগ্রস্ত না হয়, তাই শ্রমিকদের পরিচয়পত্রকে কারফিউ পাস হিসেবে বিবেচনার জন্য প্রশাসনকে অনুরোধ করা হয়েছে। পাঁচ শতাধিক শ্রমিক নিয়ে বন্দরের প্রথম জেটির অসমাপ্ত নির্মাণকাজ চলমান রয়েছে।’ 

পায়রা বন্দরের উপপরিচালক (ট্রাফিক বিভাগ) আবদুল আজিজ আজকের পত্রিকাকে বলেন, ‘যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সহিংসতা এড়াতে বন্দরের সব কর্মকর্তা ও কর্মচারীকে কারফিউর সব নির্দেশনা মেনে চলতে বলা হয়েছে। নিরাপত্তার স্বার্থে কর্মকর্তা-কর্মচারীদের পরিচয়পত্র দৃশ্যমান রেখে বন্দরে ঢোকানো হচ্ছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত