Ajker Patrika

সন্তানের মুখ দেখার আগেই বাবার বিদায়

আপডেট : ২৯ জুলাই ২০২২, ১০: ০৪
সন্তানের মুখ দেখার আগেই বাবার বিদায়

‘কতই না খুশি হতো সন্তানের মুখ দেখে! ছেলে হবে বলে আগে থেকেই কিনে রাখেন নতুন জামাকাপড়। কিন্তু একটি দুর্ঘটনা সব শেষ করে দিল। দেখা হলো না সন্তানের মুখ।’ কান্নাজড়িত কণ্ঠে এসব কথা বলছিলেন গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী সুমাইয়া আক্তার।

জানা গেছে, গতকাল বৃহস্পতিবার দুপুরে শ্রীপুরের একটি বেসরকারি ক্লিনিকে সুমাইয়া একটি ছেলেসন্তান জন্ম দেন। সন্তান পৃথিবীর আলোর মুখ দেখলেও, সন্তানের মুখ দেখা হলো না বাবা কালামের। গত বুধবার ডাম্প ট্রাক কেড়ে নেয় আবুল কালাম আজাদের প্রাণ। ফলে সন্তানের মুখ দেখার আগেই পৃথিবী থেকে বিদায় নিতে হয় তাঁর।

এ বিষয় সুমাইয়া আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্বামী অনাগত ছেলের জন্য নতুন জামাকাপড় কিনে রেখেছিল। ছেলেসন্তানের খবরে সে খুবই খুশি হয়। কোন হাসপাতালে অপারেশনের মাধ্যমে ছেলের জন্ম হবে, তা ঠিক করে আমাদের বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যু হয়।’

নিহত আবুল কালাম আজাদ তেলিহাটি ইউনিয়নের ডোমবাড়িচালা গ্রামের নুরুজ্জামান ব্যাপারীর ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

তেলিহাটি ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য মো. তারেক হাসান বাচ্চু বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের স্ত্রী ছেলেসন্তানের জন্ম দিয়েছেন। তাঁর সার্বিক খোঁজখবর রাখা হচ্ছে। বর্তমানে মা ও সন্তান সুস্থ আছে। ইউনিয়ন পরিষদের পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।

গত বুধবার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় অটোরিকশাকে একটি বেপরোয়া গতির ডাম্প ট্রাক চাপা দেয়। গুরুতর আহত আবুল কালাম আজাদকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে শ্রীপুর ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে ঢাকা পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত