Ajker Patrika

দুদকের নামে ই-মেইল আইডি, কোটি টাকার প্রতারণা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুদকের নামে ই-মেইল আইডি, কোটি টাকার প্রতারণা

দুর্নীতি দমন কমিশনের (দুদক) নামে মেইল আইডি খুলে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাঁর নাম নাঈম আহম্মেদ। তিনি নিজেকে দুদক কর্মকর্তা পরিচয় দিতেন।

গতকাল মঙ্গলবার বিকেলে ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. নাজমুল হক এই তথ্য জানান। তিনি বলেন, নাঈম দুদকের নামে ই-মেইল আইডি খোলেন। পরবর্তী সময়ে সেই ই-মেইল দিয়ে বিভিন্ন সরকারি চাকরিজীবীদের নামে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে চিঠি দিতেন। এরপর মোবাইল ফোনে বিভিন্ন অ্যাপ থেকে তাঁদের ফোন করে নিজেকে দুদকের সহকারী পরিচালক হিসেবে পরিচয় দিয়ে মোটা অঙ্কের অর্থ দাবি করতেন। টাকা না দিলে তাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে চাকরির ক্ষতি করার হুমকি দিতেন। এভাবে তিনি অনেক কর্মকর্তার কাছ থেকে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

সম্প্রতি নাঈম একটি হাইস্কুলের প্রধান শিক্ষককে মেইল করে বিভিন্ন অনিয়ম, অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উল্লেখ করে মেইল করেন। এরপর তাঁর কাছে ফোন করে মোটা অঙ্কের অর্থ দাবি করেন। টাকা না দিলে মামলা করবেন বলেও হুমকি দেন। চিঠিটি নিয়ে সেই প্রধান শিক্ষক দুদকে যোগাযোগ করেন। তিনি জানতে পারেন, চিঠিটি ভুয়া। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে প্রধান শিক্ষকের পক্ষে তাঁর ভাগনে রমনা মডেল থানায় একটি মামলা করেন। এরপর ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (উত্তর) বিভাগ গত রোববার নাঈমকে গ্রেপ্তার করে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত