Ajker Patrika

জন্মদিনের কেক কিনতে গিয়ে লাশ হলো নুশরাত

মতলব উত্তর (চাঁদপুর) প্রতিনিধি
আপডেট : ১০ মে ২০২২, ১২: ২৮
জন্মদিনের কেক কিনতে গিয়ে লাশ হলো নুশরাত

শিশু নুশরাত জাহানের সপ্তম জন্মদিন ছিল ৮ মে রোববার। সেই জন্মদিন পালনের জন্য মায়ের সঙ্গে কেক কিনতে গিয়ে বাড়ি ফিরল লাশ হয়ে। গত রোববার দুপুরে সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয় সে। সেখানে থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। নুশরাতের বাড়ি চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নন্দলালপুর গ্রামে। তার পিতার নাম বিল্লাল হোসেন।

নুসরাতের মায়ের বরাত দিয়ে তার মামা রুবেল ব্যাপারী বলেন, নুশরাতের মা তাদের দুই বোনকে সঙ্গে নিয়ে মতলব থেকে জন্মদিনের কেক কিনে সিএনজি চালিত অটোরিকশাযোগে নন্দলালপুর বাজারের দক্ষিণ পাশে তাদের বাড়ির সামনে বেড়িবাঁধের ওপর এসে নামে। সেখানে নুশরাতের মা অটোরিকশার ভাড়া দেওয়ার সময় নুশরাত দৌড়ে রাস্তা পাড় হওয়ার চেষ্টা করে। এ সময় ঢাকা-চাঁদপুরগামী একটি প্রাইভেটকার নুসরাতকে ধাক্কা দেয়। ঘটনাস্থলেই নুশরাত গুরুতর আহত হয়।

পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে গত রোববার রাতে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নুশরাতের মায়ের চোখের সামনে এমন ঘটনার পর তিনি যেন বাকরুদ্ধ হয়ে যান। এমন মৃত্যু মেনে নেওয়াটা একজন মায়ের কাছে বড়ই বেদনাদায়ক।

মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। মামলা হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

নুশরাতের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনাটি স্থানীয়ভাবে মীমাংসা হওয়ায় মামলা করতে রাজি না তার পরিবার। নুশরাতের মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। ৬ বছর বয়সী নুশরাত জাহান স্থানীয় একটি স্কুলে প্রথম শ্রেণিতে পড়ত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত