Ajker Patrika

ডুবে যাওয়া ফেরি থেকে আসছে দুর্গন্ধ

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২১, ১৩: ২০
ডুবে যাওয়া ফেরি থেকে আসছে দুর্গন্ধ

মানিকগঞ্জের পাটুরিয়ায় ৫ নম্বর ঘাটে ডুবে যাওয়ার নয় দিনের মাথায় আমানত-শাহ ফেরি থেকে বাতাসে ভেসে আসছে পচা দুর্গন্ধ। ডুবন্ত ফেরি দেখতে আসা উৎসুক জনতার ধারণা ফেরির মধ্যে আটকে থাকা কোনো মানুষের মৃতদেহ পচে এমন দুর্গন্ধ ছড়াচ্ছে। তবে, উদ্ধার কাজে অংশ নেওয়া কয়েকজন ডুবুরি ও ফেরির ক্যানটিনের বলেছেন, ফেরির ক্যানটিনের ফ্রিজে থাকা মাছ-মাংস পচে যাওয়ায় এমনটা হচ্ছে।

এদিকে, ফেরিটি উদ্ধারে বেসরকারি প্রতিষ্ঠান জেনুইন এন্টারপ্রাইজের উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ বৃহস্পতিবার সকালে আসার কথা ছিল। তবে গতকাল সন্ধ্যা পর্যন্ত তা ঘাটে এসে পৌঁছেনি।

গত ২৭ অক্টোবর ১৪টি যানবাহন ও পাঁচটি মোটরসাইকেল নিয়ে পাটুরিয়া ফেরি ঘাটে ডুবে যায় রো রো ফেরি আমানত শাহ। এর পরেই ডুবে যাওয়া ফেরি ও যানবাহন উদ্ধারে অভিযানে নামে বিআইডব্লিউটিএ’র উদ্ধারকারী জাহাজ হামজা। উদ্ধার অভিযানে হামজার সঙ্গে যুক্ত একই সংস্থার অপর উদ্ধারকারী জাহাজ রুস্তম। চার দিনের উদ্ধার অভিযানে ডুবে যাওয়া ফেরি থেকে যানবাহন গুলো উদ্ধার হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানায় এ দুই জাহাজের উদ্ধারকারী ডুবুরি দল।

হামজা ও রুস্তম ফেরিটি উদ্ধার করতে না পারায় চুক্তি হয় বেসরকারি কোম্পানি জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে। জেনুইনের ৫০ সদস্যের ডুবুরি দল ফেরিটি উদ্ধারের জন্য দুটি সার্ভে টিম কাজ শেষ করেছে। ফেরির তলদেশে জমে থাকা পলিমাটি অপসারণ করেছে তারা। তবে এখনো ঘটনাস্থলে পৌঁছেনি বিশেষ উদ্ধারকারী জাহাজ উইন্স বার্জ। এতে ঝিমিয়ে পড়েছে ফেরি উদ্ধারের কার্যক্রম।

ডুবে যাওয়া ফেরির ভেতর থেকে দুর্গন্ধ আসার বিষয়ে ফেরিটির ক্যানটিনের ইজারাদার কাউসার মোল্লা বলেন, ‘ক্যানটিনের কয়েকটি ফ্রিজে থাকা বেশ কিছু মাছ-মাংস পচে এমন গন্ধের সৃষ্টি হচ্ছে। ফেরিটি উদ্ধারের পর বোঝা যাবে মূলত এ গন্ধ কিসের।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত