Ajker Patrika

জগন্নাথপুরের নলজুর নদীর সেতু দেবে যান চলাচল বন্ধ

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২২, ১৫: ১৮
জগন্নাথপুরের নলজুর নদীর সেতু দেবে যান চলাচল বন্ধ

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা সদরের নলজুর নদীর ওপর নির্মিত ডাকবাংলো সেতু দেবে গেছে। এতে সেতু দিয়ে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় জনদুর্ভোগ বেড়েছে।

গতকাল শনিবার দুপুরে সেতুটির উভয় মুখে বেড়া দিয়ে চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এর আগে গত বৃহস্পতিবার থেকে সেতুটি দেবে গিয়ে ফাটল দেখা দেয়।

সরেজমিনে দেখা যায়, জগন্নাথপুর উপজেলার সদরের পাশ দিয়ে বয়ে যাওয়া নলজুর নদীর ওপর নির্মিত ডাকবাংলো সেতুর মধ্যভাগের তিনটি পিলার নিচের দিকে দেবে গেছে। সেতুর অধিকাংশ রেলিংয়ে ফাটল সৃষ্টি হয়েছে। সেতুটির দুই পাশের বেশ কয়েকটি রেলিং ভেঙে গেছে।

সেতুর পাশের দোকানদার আফু মিয়া জানান, এ সেতু দীর্ঘদিন ধরে ঝুঁকিতে ছিল। ঝুঁকি নিয়ে ছোট ও মাঝারি আকারের যানবাহন চলাচল করে আসছিল। সম্প্রতি নলজুর নদীর খননকালে সেতুর নিচ থেকে মাটি উত্তোলন করায় সেতুটি দেবে গেছে।

আরেক ব্যবসায়ী সুহেল আহমদ বলেন, এ সেতু দিয়ে সদরের পূর্ব ও পশ্চিম অঞ্চলের হাজার হাজার মানুষ যাতায়াত করে আসছিলেন। ঝুঁকিপূর্ণ সেতুটি দেবে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই প্রবেশমুখে বেড়া দিয়ে যান চলাচল বন্ধের পাশাপাশি লোকজনের চলাচল বন্ধ করা হয়েছে।

এ বিষয়ে জগন্নাথপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) সোহরাব হোসেন বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘটনা এড়াতে আমরা সব ধরনের যান চলাচল বন্ধ করে দিয়েছি। নদীর ওপর খাদ্যগুদামের সেতু দিয়ে সদরের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।’

জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেদুল ইসলাম বলেন, সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তিন দিন আগেই আমরা যান চলাচল বন্ধ করে দিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত