Ajker Patrika

চরের উন্নয়নে ঐক্যবদ্ধ এলাকাবাসী

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১২: ১৯
চরের উন্নয়নে ঐক্যবদ্ধ এলাকাবাসী

কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার অন্যত্র উন্নয়ন হলেও চর এলাকায় তার কোনো ছিটেফোঁটা পড়েনি। নির্বাচনের আগে প্রার্থীরা উন্নয়নের জোয়ারে ভাসিয়ে দেবেন বলে নানা প্রতিশ্রুতি দেন। কিন্তু নির্বাচনের পরে চরে উন্নয়নের লেশমাত্র খুঁজে পাওয়া যায় না। তাই সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। উপজেলার জাঙালিয়া ইউনিয়নের মুনিয়ারীকান্দা বাজার ঈদগাহ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এ কথা বলেন।

আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে জাঙালিয়া ইউপির সাত নম্বর ওয়ার্ডের বাসিন্দারা গত শনিবার সন্ধ্যায় এ সভার আয়োজন করেন। সভায় সভাপতিত্ব করেন মুনিয়ারীকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজর আলী। সভায় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা মো. বিল্লাল হোসেন, চরকাওনা কারিগরি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম প্রমুখ।

বক্তারা আরও বলেন, চর এলাকার রাস্তাঘাট এখনো আগের মতো রয়ে গেছে। কাঁচা রাস্তায় চলাফেরা করতে হয়। অথচ এই ইউপিতে চর এলাকায় ভোটের সংখ্যা বেশি। তাই উন্নয়নের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডিএনসিসির পদ ছাড়লেন এস্তোনিয়ার নাগরিক আমিনুল ইসলাম

ট্রান্সশিপমেন্ট বাতিল নিয়ে ভারতের সঙ্গে উত্তেজনা, চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ

এনআইডির নাম ও জন্মতারিখ সংশোধনের দায়িত্বে জেলা নির্বাচন কর্মকর্তারা

কাশ্মীরে পর্যটকদের ওপর অতর্কিত গুলি, নিহত ২৬

পদত্যাগ করব না, আলোচনা করে সমাধান করব: কুয়েট উপাচার্য

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত