Ajker Patrika

পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ০৯: ৩৫
পূজা উদযাপন পরিষদের কমিটি গঠন

মেহেরপুরের গাংনী উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদ গঠন করা হয়েছে। পরিষদে সভাপতি নির্বাচিত হয়েছেন গাংনী উপজেলা কৃষক লীগের সহসভাপতি এবং বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদের কেন্দ্রীয় কমিটির দাতা সদস্য ডা. অশোক চন্দ্র বিশ্বাস। সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মহাদেব দাস।

গত বৃহস্পতিবার বিকেলে উপজেলার জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে এ পরিষদ গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন হিন্দু সম্প্রদায়ের নেতা শরৎ বাবু। প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা ক্ষুদিরাম মণ্ডল।

এ ছাড়া পরিষদের সহসভাপতি নির্বাচিত হয়েছেন যথাক্রমে-সুনীল হালদার, মনোরঞ্জন হালদার, নিত্য হালদার, বনমালী কর্মকার, শরৎ দাস, যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জয় দাস, প্রেম কুমার, সাংগঠনিক সম্পাদক সাধন কুমার দাস, যুগ্ম সাংগঠনিক সম্পাদক উল্লাস দাস, কোষাধ্যক্ষ বাসুদেব সাহা, যুগ্ম কোষাধ্যক্ষ চাঁদ কুমার দাস, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সুকুমার দাস, প্রচার সম্পাদক শিপন দাস, যুগ্ম প্রচার সম্পাদক বিকাশ দাস, দপ্তর সম্পাদক মৃদুল দাস, সহদপ্তর সম্পাদক বিধান চন্দ্র বিশ্বাস, পূজা বিষয়ক সম্পাদক মহিতোশ, পূজা বিষয়ক সহসম্পাদক ধীরেন দাস, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বকুল চন্দ্র বিশ্বাস।

এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র রামপ্রসাদ সেন, সমাজ সেবক সাধন কুমার দাস, বাবু বীরেন দাস, হোমিও চিকিৎসক মহাদেব, হরেকৃষ্ণ কোল প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সাবেক কেরানির ২৪টি আলিশান বাড়ি ও ৩০ হাজার কোটির সম্পদ

সব কমিটি থেকে নারীদের সিস্টেমেটিক্যালি সাইড করা হয়েছে: সামান্তা শারমিন

অবরোধকারীদের ‘ভুয়া’ আখ্যা দিয়ে ‘প্রকৃত জুলাই যোদ্ধাদের’ হামলা, পুলিশের লাঠিপেটায় শাহবাগ ফাঁকা

ব্যবসায়ীকে বালুতে পুঁতে রেখে ‘৪ কোটি টাকা আদায়’

আরও বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত