Ajker Patrika

লামায় বাল্যবিবাহ রোধে কিশোর-কিশোরী সমাবেশ

লামা (বান্দরবান) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১২: ২৫
Thumbnail image

বান্দরবানের লামায় বাল্যবিবাহ এবং মা ও নবজাতকের মৃত্যু রোধে কিশোর-কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে উপজেলার সদর ইউনিয়নের মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি; বাল্যবিয়ে এবং অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ রোধ করি’ প্রতিপাদ্যের এর উদ্যোগ নেয় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সেভ দা চিলড্রেন, গ্রীন হিল-মামনি এমএনসিএসপি প্রকল্প।

উপজেলা পরিবার পরিবার কর্মকর্তা জোবাইরা বেগমের সভাপতিত্বে এ উপলক্ষে আলোচনায় প্রধান অতিথি ছিলেন সদর ইউনিয়নের চেয়ারম্যান মিন্টু কুমার সেন।

বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) আলোকে ২০৪১ সালের মধ্যে গর্ভসংক্রান্ত প্রসবকালে মা ও নবজাতক শিশু মৃত্যু হার শূন্য কোটায় নামিয়ে আনতে বাল্যবিবাহ রোধে সবাই সজাগ থেকে কাজ করতে হবে।

সভায় বিশেষ অতিথি ছিলেন জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বান্দরবান জেলার প্রতিনিধি ধন রঞ্জন ত্রিপুরা, মেরাখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশীষ কুমার দত্ত, নয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অংছিংহ্লা মারমা প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত