Ajker Patrika

বিধিনিষেধ মানার আহ্বান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
আপডেট : ১৮ জানুয়ারি ২০২২, ১২: ২৩
বিধিনিষেধ মানার আহ্বান

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন নিয়ন্ত্রণে সরকার যে ১১ দফা বিধিনিষেধ আরোপ করেছে, তা অনুসরণ করে শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা করার নির্দেশনা দিয়েছেন সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী।

গতকাল সোমবার টাইগারপাসস্থ অস্থায়ী নগর ভবনে তাঁর দপ্তরে চট্টগ্রাম সিটি করপোরেশন মিউনিসিপ্যাল স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের চতুর্থ সভায় সভাপতির বক্তব্য মেয়র এ নির্দেশনা দেন।

মেয়র বলেন, ‘সারা দেশে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচি দ্রুতগতিতে চলছে। এই কার্যক্রমে শিক্ষক ও অভিভাবকদের ভূমিকা রাখতে হবে। ৩১ জানুয়ারির মধ্যে ১২ থেকে ১৮ বছর বয়সী শিক্ষার্থীদের অন্তত এক ডোজ টিকা দেওয়ার সরকারের যে পরিকল্পনা আছে, তা বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে এগিয়ে আসতে হবে।’

গতকাল বিগত সভার কার্যবিবরণী অনুমোদন করা হয়। এ ছাড়া স্কুল ও কলেজের শিক্ষকদের এমপিও ভুক্তিকরণ, ছাত্রদের আসনসংখ্যা বৃদ্ধিকরণ, ভূমিসংক্রান্ত জটিলতা নিরসন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় মেয়র চসিক মিউনিসিপ্যাল স্কুল ও কলেজের শিক্ষকদের পাঠদানের বিষয়ে আরও মনোযোগী হতে আহ্বান জানান। শিক্ষক ও অভিভাবকদের স্বাস্থ্যবিধি যথাযথ প্রতিপালনের মাধ্যমে সরাসরি ও অনলাইনে ক্লাস পরিচালনার নির্দেশ দেন।

সভায় মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, গভর্নিং বডির সদস্যসচিব অধ্যক্ষ শাহেদুল কবির চৌধুরী, অভিভাবক প্রতিনিধি মো. মুজিবুর রহমান, সাহেদ হোসেন, ইসরাত ফারহানা প্রমুখ উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত