Ajker Patrika

নির্বাচনে হেরে বিজয়ীর বাড়িঘর ভাঙচুর, লুট

ঈশ্বরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৩২
Thumbnail image

ঈশ্বরগঞ্জ উপজেলায় ইউপি নির্বাচনে হেরে বিজয়ী প্রার্থী ও তাঁর কর্মী-সমর্থকদের বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার উচাখিলা ইউনিয়নের মরিচারচর মাইজপাড়ায় এ ঘটনা ঘটে।

এ সময় ৪০-৫০টি বসতঘর ও আসবাবপত্র, ৩০-৪০টি নলকূপ, ২০-২৫টি পাকা পায়খানা ও পাঁচটি সেচযন্ত্র ভাঙচুর করা হয়। এ ছাড়া ৩০-৪০টি খড়ের গাদা ও দুটি মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেন পরাজিত প্রার্থী ও তাঁদের সমর্থকেরা। পিটিয়ে দুটি গরুও হত্যা করা হয়। এ সময় ৮-১০ জন আহত হয়েছেন বলে অভিযোগে জানা গেছে।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, উচাখিলা ইউপিতে বিদ্রোহী প্রার্থী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নজরুল ইসলাম। অন্যদিকে সদস্য পদে বাদশা মিয়ার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন হাক্কুল ইসলাম ও মফিজুল ইসলাম।

পরাজিত চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম এবং সদস্য প্রার্থী হাক্কুল ইসলাম ও মফিজুল ইসলাম বিজয়ী সদস্য বাদশা মিয়ার কর্মী-সমর্থকসহ স্থানীয়দের বাড়িঘরে গতকাল ভাঙচুর ও লুটপাট করেন।

এ বিষয়ে বিজয়ী ইউপি সদস্য আবুল বাশার বলেন, ‘নজরুল ইসলাম আমাকে আগে থেকেই তাঁর পক্ষে সমর্থন এবং তাঁর নির্বাচন করতে বলেন। কিন্তু আমি নিজে ইউপি সদস্য প্রার্থী হওয়ায় না করে দিই। পরে নির্বাচনে তিনি পরাজিত হলে তাঁর কর্মী-সমর্থকেরাসহ আমার প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থীর কর্মী-সমর্থকেরা মিলে আমার বাড়ি ও কর্মী-সমর্থকদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করেন।’

অভিযোগের বিষয়ে নজরুল ইসলাম বলেন, ‘যাঁরা হামলা করেছেন তাঁরা কেউ আমার সমর্থক না। ইউপি সদস্য আবুল বাশারের সঙ্গে তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সহিংসতা হয়।’ পরে ওই মেম্বার প্রার্থীরা এমন ঘটনা ঘটাতে পারে বলে জানান তিনি।

অভিযুক্ত সদস্য প্রার্থীদের মুঠোফোনে কল দেওয়া হলে নম্বর দুটি বন্ধ পাওয়া যায়।

ঈশ্বরগঞ্জ থানার ওসি মো. আব্দুল কাদের মিয়া বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং সংঘাত এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে এখন পর্যন্ত (সন্ধ্যা সাড়ে ৬টা) কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত