Ajker Patrika

গৌরীপুরে ১ বিকল মিটারে ১৪ অবৈধ সংযোগ

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ১৩: ৩১
গৌরীপুরে ১ বিকল মিটারে ১৪ অবৈধ সংযোগ

একটি বিকল বিদ্যুৎ মিটার থেকে ১৪ ব্যবসাপ্রতিষ্ঠান, মুরগির খামার ও বাড়িতে অবৈধ সংযোগ দেওয়ার অভিযোগ উঠেছে। দীর্ঘদিন ধরে চলা অবৈধ সংযোগের ফলে বিদ্যুৎ বিভাগ আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছে। বিপরীতে স্থানীয় আব্দুল্লাহ মিয়া নামে এক ব্যক্তির পকেট ভারী হচ্ছে বলে জানা গেছে।

গৌরীপুর উপজেলার কদমতলী বাজারে সংযোগটি রয়েছে। ওই অবৈধ বিদ্যুৎ সংযোগ বন্ধ করে এর সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য গৌরীপুর আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বরাবর লিখিত অভিযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, আব্দুল্লাহ মিয়া কদমতলী বাজারে তাঁর একটি বিকল বিদ্যুৎ মিটার থেকে আটটি দোকান, একটি মুরগির খামার ও পাঁচটি বাড়িতে বিদ্যুৎ সংযোগ দিয়েছেন। এসব বিদ্যুৎ সংযোগ থেকে তিনি প্রতি মাসে ৩০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আদায় করেন।

অভিযোগকারীদের দাবি, আব্দুল্লাহ মিয়ার নামে বিদ্যুৎ সংযোগের মিটারটিতে কোনো রিডিং উঠে না। জ্বলে না মিটার বাতি। এই সুযোগে তিনি অবৈধ সংযোগ দিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে আব্দুল্লাহ মিয়া তাঁর মিটার থেকে একাধিক বিদ্যুৎ সংযোগ দেওয়া সত্যতা স্বীকার করে বলেন, তাঁর ব্যবহৃত মিটারটি গত বছরের ডিসেম্বর মাসে বিকল হয়েছে। বিষয়টি তিনি গৌরীপুর বিদ্যুৎ বিভাগকে অবগত করেছেন। কর্তৃপক্ষ তাঁকে যে আর্থিক জরিমানা করবেন, তা পরিশোধ করতে রাজি আছেন বলে জানান তিনি।

গৌরীপুরের আবাসিক বিদ্যুৎ প্রকৌশলী বিল্লাল স্থানীয় বাসিন্দাদের হোসেন অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত