Ajker Patrika

ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০১: ২৯
ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা

ফিলিস্তিনের গাজায় গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (আইসিসি) মামলা করেছে ফিলিস্তিনিদের অধিকারবিষয়ক তিনটি সংগঠন। গত বুধবার দায়ের করা এ মামলায় যুদ্ধাপরাধের তদন্তে জাতিবিদ্বেষের বিষয়টিও খতিয়ে দেখার আবেদন করা হয়। মামলায় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুসহ তিনজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদনও করা হয়েছে।

মামলাটি করেছে ফিলিস্তিনের মানবাধিকারবিষয়ক সংগঠন আল-হাক, আল-মিজান ও প্যালেস্টাইন সেন্টার ফর হিউম্যান রাইটস। সংগঠন তিনটির পক্ষে আইসিসিতে মামলাটি করেন আইনজীবী এম্মানুয়েল দাউদ। তিনি বলেন, ইউক্রেনে যুদ্ধাপরাধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কাজেই গাজা ইস্যুতে আন্তর্জাতিক বিচারের ক্ষেত্রে দ্বৈত অবস্থানের কোনো সুযোগ নেই।

গাজায় ৩৪ দিন ধরে চলা ইসরায়েলের হামলায় ইতিমধ্যে পৌনে ১১ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে অধিকাংশই শিশু। আইসিসিতে দায়ের মামলার নথিতে গাজায় যুদ্ধাপরাধের তদন্তের পরিসর আরও বিস্তৃত করার আহ্বান জানানো হয়। উপত্যকাটিতে ইসরায়েল আরোপিত সর্বাত্মক অবরোধের জেরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতির দিকে নজর দেওয়ার কথাও বলা হয়।

মামলাকারী বাদীপক্ষ বলছে, গাজায় যা চলছে, তা গণহত্যা। এটি যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের সমতুল্য। এ জন্য ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগ, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োয়াভ গ্যালান্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন জানিয়েছে বাদীপক্ষ।

আইসিসির অফিস অব দ্য প্রসিকিউটর (ওটিপি) ২০২১ সালে ফিলিস্তিনের পরিস্থিতি নিয়ে আনুষ্ঠানিক একটি তদন্ত শুরু করে। পূর্ব জেরুজালেমসহ পশ্চিম তীর এবং গাজা উপত্যকায় ফিলিস্তিনি ও ইসরায়েলি নেতৃত্ব যুদ্ধাপরাধ করেছে বা করছে, তা নির্ধারণের পর এই তদন্ত শুরু করা হয়।

হামাস-নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার বলেছে, গত ৭ অক্টোবর ইসরায়েল হামলা শুরুর পর এ পর্যন্ত ৪ হাজার ৪১২ জন শিশুসহ মোট ১০ হাজার ৮১২ ফিলিস্তিনি নিহত হয়েছে। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টায় নিহত হয়েছে ২৪৩ জন। অবশ্য গাজায় নিহতের সংখ্যার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েল। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডাব্লিউএইচও) বলেছে, তারা মনে করে, এই সংখ্যা সঠিক।

ফিলিস্তিনি শরণার্থীবিষয়ক জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর কমিশনার ফিলিপ্পে লাজ্জারিনি বলেন, চলমান এই যুদ্ধে ইতিমধ্যে সংস্থাটির ৯৯ জন প্রাণ হারিয়েছেন। গাজার যুদ্ধ আশপাশে ছড়ানোর ঝুঁকি তৈরি হয়েছে। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এখন মারাত্মক সংকটের মধ্যে রয়েছে। এই যুদ্ধ শুরুর পর পশ্চিম তীরে প্রতিদিন নিয়ম করে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে সেখানে নিহত হয়েছে ১৬০ জন এবং গ্রেপ্তার করা হয়েছে ২ হাজার ২০০ জনকে। 

এদিকে গতকাল গাজার আল শিফা হাসপাতালের বাইরে প্রতিদিনের মতো হালনাগাদ তথ্য তুলে ধরেন উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা। তিনি বলেন, গাজার হাসপাতালগুলোর পাশাপাশি চিকিৎসাসংশ্লিষ্টদের লক্ষ্য করে হামলা বাড়িয়েছে ইসরায়েলি বাহিনী। আল-রানটিসি চিলড্রেনস হাসপাতাল ও আল-নাসের হাসপাতালের সব ধরনের সেবাদান কার্যক্রম বন্ধ হয়ে গেছে। গাজার হাসপাতালগুলো থেকে মিসরের রাফাহ ক্রসিং দিয়ে আহতদের স্থানান্তর হচ্ছে অত্যন্ত ধীরগতিতে। রাফাহ দিয়ে মাত্র ৯৯ জন আহত ব্যক্তি গাজা ছাড়তে পেরেছে।

কয়েক সপ্তাহ ধরেই উপত্যকার উত্তরাঞ্চলের বাসিন্দাদের দক্ষিণাঞ্চলে সরে যেতে বলছে ইসরায়েল। এ অবস্থায় গতকাল টানা পঞ্চম দিনের মতো সালাহ আল-দিন করিডর খোলা ছিল। জাতিসংঘের সংস্থা ওসিএইচএ বলেছে, গত বুধবার প্রায় ৫০ হাজার বাসিন্দা উত্তরাঞ্চল ছেড়েছে। যারা প্রাণভয়ে এভাবে পালাচ্ছে, তারাও রয়েছে ঝুঁকিতে। কারণ, সড়কে ইসরায়েলি বাহিনীর সঙ্গে হামাসের গোলাবর্ষণ ও লড়াই অব্যাহত আছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত