Ajker Patrika

কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক সৌদি আরবের

সিফাত খান, দোহা থেকে
আপডেট : ৩০ নভেম্বর ২০২২, ১১: ১৯
কাতার বিশ্বকাপে সবচেয়ে বেশি দর্শক সৌদি আরবের

২০২২ ফিফা বিশ্বকাপ দেখতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লাখ লাখ মানুষ জড়ো হয়েছেন দোহায়।  নগরীর পথঘাট এবং অলিগলি পরিণত হয়েছে নানা দেশের, নানা বর্ণের ফুটবলপ্রেমী মানুষের বর্ণিল মিলনমেলায়।

বিভিন্ন দেশ থেকে আসা দর্শকের মধ্যে সবচেয়ে বেশিসংখ্যক দর্শকের দেশের তালিকা প্রকাশ করেছে কাতার কর্তৃপক্ষ। প্রকাশিত তালিকায় দেখা গেছে, সবচেয়ে বেশি দর্শক এসেছেন কাতারের সঙ্গে একমাত্র সীমান্ত লাগোয়া দেশ সৌদি আরব থেকে।

এরপরে আছে ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো, যুক্তরাজ্য, আর্জেন্টিনা, মিসর, ইরান, মরক্কো এবং সুদান। দোহার মুশাইরিব ডাউনটাউনের হোস্ট কান্ট্রি মিডিয়া সেন্টারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে কাতার ট্যুরিজমের চিফ অপারেটিং অফিসার বার্থহোল্ড ট্রেঙ্কেল এ বিষয়ে আরও অনেক তথ্য জানান। ট্রেঙ্কেল বলেছেন, এই ১০ দেশ থেকে কাতারে এসেছেন বিশ্বকাপের ৫৫ শতাংশ দর্শক। এর মধ্যে ১১ শতাংশ এসেছেন সৌদি আরব থেকে, ৯ শতাংশ ভারত থেকে, ৭ শতাংশ এসেছেন যুক্তরাষ্ট্র থেকে এবং মেক্সিকো ও যুক্তরাজ্য থেকে এসেছেন ৬ শতাংশ দর্শক।

 এবারের বিশ্বকাপে কাতারে ৪ শতাংশ দর্শক এসেছেন আর্জেন্টিনা থেকে।  মিসর, ইরান, মরক্কো ও সুদান—এই চার দেশের প্রতিটি দেশ থেকে এসেছেন ৩ শতাংশ করে। তবে বাংলাদেশ থেকেও এসেছেন অনেকে। যদিও সেটি উল্লিখিত দেশগুলোর তুলনায় খুব একটা বলার মতো নয়।

বিশ্বকাপের সৌজন্যে কাতারের পর্যটন ও দর্শকদের আগমনের হার বর্তমানে ঊর্ধ্বমুখী। আরও ১০ লাখের বেশি দর্শনার্থী খুব শিগগির বিশ্বকাপে যোগ দিতে কাতারে আসবেন বলে ধারণা করা হচ্ছে।

এই বিশ্বকাপে কাতারের যে লাভটা হচ্ছে, আঞ্চলিক পর্যটন গন্তব্য হিসেবে কাতার প্রতিবেশী দেশগুলোকে দারুণভাবে কাছে টানছে। এর প্রমাণ মেলে উপসাগরীয় দেশগুলো থেকে আসা দর্শকের পরিসংখ্যান দেখলে। বিশ্বকাপ উপলক্ষে কাতারে আসা দর্শকের এক-তৃতীয়াংশ এসেছেন উপসাগরীয় বাকি পাঁচ দেশ থেকে। এর মধ্যে সৌদি আরব থেকে এসেছেন সবচেয়ে বেশি। এর পরের অবস্থানে আছে ওমান, আরব আমিরাত ও কুয়েত।

কাতার মনে করে, বিশ্বের অন্যান্য দেশ থেকে আগত দর্শকেরা বিশ্বকাপের পর কাতারে সেভাবে আর না এলেও আঞ্চলিক প্রতিবেশী দেশগুলো থেকে সারা বছরই আসবেন ভ্রমণপিপাসুরা। এই আসরে আঞ্চলিক পর্যটন গন্তব্য হিসেবে কাতার নিজেকে প্রমাণ করতে বেশ মরিয়া। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল, ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত