Ajker Patrika

বুলাস পেমফিগয়েড রোগে আক্রান্ত হচ্ছে চৌদ্দগ্রামের শিশুরা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৫: ৫৮
বুলাস পেমফিগয়েড রোগে আক্রান্ত হচ্ছে চৌদ্দগ্রামের শিশুরা

বুলাস পেমফিগয়েড (ত্বকে তরল-ভরা ফোসকা) রোগে সাধারণত বয়স্করা আক্রান্ত হয়ে থাকেন। কিন্তু কুমিল্লার চৌদ্দগ্রামে এই রোগে আক্রান্ত অনেক শিশুকে নিয়ে চিকিৎসকের শরণাপন্ন হচ্ছেন অভিভাবকেরা। চিকিৎসকদের ভাষ্যমতে, প্রতিদিন অনেক শিশু এই রোগের চিকিৎসা নিতে আসছে। তবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই রোগে আক্রান্ত শিশুর চিকিৎসা নেওয়ার সুনির্দিষ্ট হিসাব দিতে পারেনি। 

চৌদ্দগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতাল ঘুরে দেখা গেছে, শিশু বিশেষজ্ঞ চিকিৎসকদের চেম্বারে অনেক শিশুর ভিড়। তাদের বেশ কিছু অংশ এই রোগে আক্রান্ত। অনেক অভিভাবক জানেনই না এটি কী রোগ। শিশুর অস্বস্তির কারণে তাঁরা চিকিৎসকের শরণাপন্ন হয়েছেন। 

চিকিৎসকেরা জানান, ত্বকের বাইরের স্তরের নিচে টিস্যু আক্রান্ত হয়ে এই রোগ দেখা দেয়। এতে ত্বকে প্রথমে লালচে গোটা দেখা দেয়, পরে ফোসকার মতো হয়। ওই জায়গায় চুলকাতে থাকে। এই রোগের কারণ অজানা। কয়েক মাসের মধ্যে এমনিতেই চলে যায়। তবে পুরোপুরি ভালো হতে পাঁচ বছরের মতো সময় লাগে। সাধারণত ফোসকা নিরাময় এবং চুলকানি কমাতে ওষুধ সেবন করতে হতে পারে। 

একটি বেসরকারি হাসপাতালে এই রোগের চিকিৎসা নিতে আসা মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামের এক শিশুর মা ছালমা আকতার বলেন, ‘আমার তিন বছরের মেয়ে মারিয়ার কোরবানি ঈদের আগ থেকে এই সমস্যা দেখা দেয়। ডাক্তারের কাছে নিয়ে এলে তিনি বলেছেন, বুলাস রোগ হয়েছে। আরও অনেক শিশুর এই সমস্যা দেখেছি ওই চেম্বারে।’ 

ফেলনা গ্রামের রুনা বেগম বলেন, ‘আমার সাড়ে তিন বছরের মেয়ে আলিফা আক্তারের শরীরে ২০ দিন ধরে এই অবস্থা হয়েছে। রাতে যন্ত্রণায় ঘুমাতে পারে না। প্রথমে গ্রামের ডাক্তার দিয়ে চিকিৎসা করিয়েছিলাম। দিন দিন সমস্ত শরীরে ছড়িয়ে পড়েছে। তাই চৌদ্দগ্রামে নিয়ে এসেছি।’ 
শিশুরোগ বিশেষজ্ঞ ফারুক আহমেদ বলেন, শরীরে এই রোগ দীর্ঘদিন থাকলে রোগীর কিডনি আক্রান্ত হতে পারে। 

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সামছুল ইসলাম রানা বলেন, বর্তমানে শিশুদেরও এ রোগটি দেখা দিচ্ছে। বহির্বিভাগে অনেক শিশু এই সমস্যা নিয়ে আসছে। 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার গোলাম কিবরিয়া ছুটিতে দেশের বাহিরে রয়েছেন। আবাসিক চিকিৎসক হাসান মাহমুদ বলেন, ‘এই রোগে আক্রান্ত কত রোগী প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছে তার তথ্য আমার জানা নেই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত