Ajker Patrika

হামলায় আহত চেয়ারম্যানের মৃত্যু, সমর্থকদের বিক্ষোভ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি
হামলায় আহত চেয়ারম্যানের মৃত্যু, সমর্থকদের বিক্ষোভ

নেত্রকোনার দুর্গাপুরে হামলায় আহত কুল্লাগড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সুব্রত সাংমা (৪৮) মারা গেছেন। গতকাল শনিবার দুপুর ১২টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 ঘটনার পর রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তাঁর সমর্থকেরা। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সুব্রত সাংমা এবার ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে পরাজিত হন। এর আগে তিনি নৌকার চেয়ারম্যান ছিলেন। তিনি কুল্লাগড়া ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ছিলেন।

 সাবেক সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রয়াত প্রমোদ মানকিনের ভাতিজা তিনি। সুব্রত সাংমায়ে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে শোকের ছায়া নেমে আসে। পরে সুব্রত সাংমার সমর্থকেরা গতকাল দুপুরে পৌর শহরের উৎরাইল বাজারে ট্রায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে।

সুব্রতর বোন কেয়া তজু বলেন, গত ২৯ সেপ্টেম্বর সন্ধ্যায় কুল্লাগড়া ইউনিয়নের রাশিমনি বাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান ও দুর্গাপুর উপজেলা বিএনপির সদস্যসচিব আবদুল আওয়ালের নেতৃত্বে সুব্রত সাংমার ওপর হামলা চালানো হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পরদিন রাতে কেয়া তজু বাদী হয়ে দুর্গাপুর থানায় একটি মামলা করেন। মামলায় চেয়ারম্যানসহ তাঁর ভাই শামিম আহমেদ, মো. বদিউজ্জামানসহ ১৫ জনের নাম উল্লেখ করা হয়। তবে পুলিশ মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি। পরে এই মামলায় ১২ জনের জামিন হয়। এদিকে হামলার ঘটনার প্রতিবাদে ১ অক্টোবর দুপুরে শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের দুর্গাপুর পৌরসভার উৎরাইল বাজার এলাকায় বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন ও এলাকাবাসীর ব্যানারে মানববন্ধন এবং বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান বলেন, ‘সুব্রত সাংমা স্থানীয় আওয়ামী লীগের একজন বলিষ্ঠ নেতা। তিনি এবার নৌকা প্রতীকে নির্বাচন করে অল্প ভোটের ব্যবধানে আব্দুল আওয়ালের কাছে হেরে যান। এর আগেরবার তিনি নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়ে ইউপি চেয়ারম্যান হয়েছিলেন।  

 গত ২৯ সেপ্টেম্বর আওয়াল বাহিনী দ্বারা হামলার শিকার হন সুব্রত সাংমা। পরে শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। আমরা এই হত্যার প্রতিবাদ ও নিন্দা জানাই। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাই।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘সুব্রত সাংমার মৃত্যুর খবরে এলাকায় কিছুটা উত্তেজনা দেখা দিয়েছে। আমরা নিয়ন্ত্রণের চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত