Ajker Patrika

স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

দুর্গাপুর প্রতিনিধি
আপডেট : ১৯ মে ২০২২, ১৬: ১৮
স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ

দুর্গাপুরে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর গলায় দড়ি দিয়ে তাঁর স্বামী আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠছে। ঘটনাটি ঘটেছে দুর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামে।

ঘটনাস্থল পরিদর্শন করেছে দুর্গাপুর থানা-পুলিশ ও অতিরিক্ত পুলিশ সুপার পুঠিয়া (সার্কেল) ইমরান জাকারিয়া।

এলাকাবাসী জানান, উপজেলার ঝালুকা ইউনিয়নের কাঁঠালবাড়িয়া দক্ষিণপাড়া গ্রামের ভ্যানচালক সুলতান ঠাটারু স্ত্রী ইসনাহারকে সন্দেহ করতেন। স্ত্রী পরকীয়ায় জড়িয়ে পড়েছেন বলে সন্দেহে তাঁদের মধ্যে প্রায়ই ঝগড়া-বিবাদ হতো। এ নিয়ে হত্যার পর আত্মহত্যা বলে ধারণা করছেন স্থানীয়রা।

সুলতান-ইসনাহার দম্পতির ছেলে বাপ্পি হোসেন ঠাটারু বলেন, তাঁর বাবা মাদকাসক্ত ছিলেন। দীর্ঘদিন ধরে কোনো কাজকর্ম করেন না। নেশাগ্রস্ত হয়ে বাড়িতে এসে তাঁর মায়ের সঙ্গে সব সময় ঝগড়া-বিবাদ করতেন। গত মঙ্গলবার রাতেও মা-বাবার ঝগড়া হয়।

বাপ্পি আরও বলেন, গতকাল বুধবার সকালে ভ্যানগাড়ি নিয়ে তিনি বাড়ি থেকে বের হন। দুপুরে বাড়ি আসেন। এ সময় ঘরের দরজা লাগানো দেখতে পান। অনেক ডাকাডাকির পরও দরজা না খোলায় প্রতিবেশীদের ডেকে এনে দরজা ভাঙেন। ঘরের ভেতরে ঢুকে গলায় দড়ি দেওয়া বাবার ঝুলন্ত মরদেহ এবং বিছানায় মায়ের মৃতদেহ পড়ে থাকতে দেখেন। পরে এলাকাবাসীর সহযোগিতায় দুর্গাপুর থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে পুলিশ।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, সুলতান ঠাটারুর ঝুলন্ত মরদেহ পাওয়া গেছে এবং বিছানায় তাঁর স্ত্রীর মৃতদেহ পাওয়া গেছে।

পুঠিয়ার (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া বলেন, সিআইডির ক্রাইম সিন টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে আলামত নেওয়ার পর মরদেহ উদ্ধার করা হবে। ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে আইনত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত