Ajker Patrika

কবে ফিরছেন ওসি হারুন

কবে ফিরছেন ওসি হারুন

ওয়েব সিরিজ ‘মহানগর’ মুক্তির পর থেকেই এর নতুন সিজন নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। কবে দ্বিতীয় সিজন আসবে, অভিনয়ে কারা থাকবেন, এমনকি দ্বিতীয় সিজন আদৌ আসবে কি না তা নিয়েও শুরু হয় জল্পনা। জল্পনার অবসান ঘটিয়ে কয়েক দিন আগে ওটিটি প্ল্যাটফর্ম হইচই জানায়, আসছে রোজার ঈদেই মুক্তি পাচ্ছে ‘মহানগর-২’। এবার জানা গেল সিরিজটির মুক্তির তারিখ। ২০ এপ্রিল থেকে দেখা যাবে আলোচিত এ ওয়েব সিরিজের নতুন সিজন। অর্থাৎ ঈদের আগেই দর্শক উপভোগ করতে পারবেন ‘মহানগর ২’।

এ সিরিজ দিয়ে দুই বছর পর ওসি হারুন হয়ে পর্দায় ফিরছেন মোশাররফ করিম। মুক্তি উপলক্ষে আজ সন্ধ্যায় সিরিজটির ট্রেলার প্রকাশ করা হবে। কয়েক দিন আগে প্রকাশ পাওয়া সিরিজের টিজারটি নেটিজেনদের মাঝে দারুণ সাড়া ফেলেছে। টিজারে ওসি হারুন মনে করিয়ে দেন দুটো বিষয়—এক. নামটা হচ্ছে হারুন, দুই. হারুন এত সহজে হারে না।

এটাই মহানগর ওয়েব সিরিজের শেষ কিস্তি। ২০২১ সালে রাজধানী ঢাকার পটভূমিতে তৈরি হয়েছিল সিরিজটির প্রথম পর্ব। শাসকের গল্প, শোষিতের গল্প, ক্ষমতায় ওঠার গল্প, ক্ষমতার সঙ্গে পেরে না ওঠার গল্প নিয়েই তৈরি হয়েছে ‘মহানগর-২’।

প্রথম পর্বে মোশাররফ করিম ছাড়াও অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, নাসির উদ্দিন খান, খায়রুল বাসার প্রমুখ। তবে নতুন সিজনে কারা থাকছেন সে বিষয়ে এখনো কিছু জানানো হয়নি।

 প্রথম পর্বের মতো এবারও সিরিজটি পরিচালনা করছেন আশফাক নিপুণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত