Ajker Patrika

নকলাবাসীকে মাতিয়ে গেলেন ডলি সায়ন্তনী

নকলা (শেরপুর) প্রতিনিধি
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২১, ১৪: ১৬
Thumbnail image

সুমধুর কণ্ঠে গানে গানে নকলাবাসীকে মাতিয়ে গেলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শেরপুরের নকলা থানা-পুলিশ গত বৃহস্পতিবার রাতে স্থানীয় নকলা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বিজয় কনসার্টের আয়োজন করে। এ কনসার্টে প্রধান আকর্ষণ ছিলেন সংগীতশিল্পী ডলি সায়ন্তনী। এক এক করে ১২টি গান পরিবেশনের মাধ্যমে উপস্থিত প্রায় ১০ হাজার শ্রোতাদর্শককে মাতিয়ে তোলেন তিনি।

এ ছাড়া বিজয় কনসার্টে গান পরিবেশন করেন টাঙ্গাইলের সাবিনা ইয়াছমিন জেসিকা, নকলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান, স্থানীয় শিল্পী লালন শাহ প্রমুখ।

কনসার্টে শেরপুরের পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী, উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোস্তাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, পৌর মেয়র হাফিজুর রহমান লিটন, সহকারী কমিশনার (ভূমি) কাউছার আহাম্মেদসহ অনেকে উপস্থিত ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত