বেরোবি সংবাদদাতা
রতন আর রুমন। যমজ দুই ভাই। চেহারায় যেমন দুজনের মিল, তেমনি শিক্ষাজীবনে এখন পর্যন্ত তাঁরা সাফল্যের দেখা পেয়েছেন জোড়ায় জোড়ায়। তাঁরা ২০২০-২১ শিক্ষাবর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তির সুযোগ পেয়ে পড়ছেন অর্থনীতি বিভাগে।
দুই ভাই একই সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পড়ার সুযোগ পান। শেষে উচ্চ শিক্ষার জন্য বেরোবির অর্থনীতি বিভাগকে বেছে নেন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের নাজমুল হকের ছেলে রতন ও রুমন। তাঁদের বয়স যখন এক বছর তখন বাবা নাজমুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই তাঁরা নানা বাড়িতে থাকেন। মা লাইজু বেগম, নানা ছাদেক আলী আর বড় ভাই নুর আলমের অক্লান্ত চেষ্টায় শিক্ষাজীবনের পথে ওরা বয়ে এনেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাফল্য।
দুই ভাই জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাঁদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। তাঁরা ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিং করার সুযোগ পাননি। এমনকি কোনো ক্লাসেই কোচিং-প্রাইভেট পড়ারও সুযোগ মিলেনি। তাঁদের দুজনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। এই ঋণ পরিশোধের জন্য জমি বন্দক রেখেছেন ৫০ হাজার টাকায়। বাদবাকি টাকা নানা, মামা, খালাদের সহযোগিতায় পরিশোধ করেছেন।
দুই তরুণ অভিযোগ করেন, বাবার অসুস্থতার পর থেকে তাঁদের দাদা বাড়ির প্রায় সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁরা যেন প্রতিষ্ঠিত হতে না পারেন সে জন্য অনেকে বাধাও দেন।
বড় ভাই নুর আলম জানান, দুই যমজ ভাইয়ের একই রকম সাফল্যে তিনি নিজেও বিস্মিত। দুই ভাইয়ের জন্য তিনি সবার দোয়া প্রার্থনা করেন।
কথা হলে নানা ছাদেক আলী বলেন, ‘আমার নানা ভাইয়েরা সুশিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করুক, এই কামনা করি।’
দুই ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায় অনেক খুশি মা লাইজু বেগম। তিনি বলেন, ‘আমার খুব শখ, ওদের মানুষের মতো মানুষ করার। এখন যদি ওরা একটা বৃত্তির সুযোগ পেত তাহলে ওদের জন্য অনেক সুবিধা হতো।’
রতন আর রুমন। যমজ দুই ভাই। চেহারায় যেমন দুজনের মিল, তেমনি শিক্ষাজীবনে এখন পর্যন্ত তাঁরা সাফল্যের দেখা পেয়েছেন জোড়ায় জোড়ায়। তাঁরা ২০২০-২১ শিক্ষাবর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তির সুযোগ পেয়ে পড়ছেন অর্থনীতি বিভাগে।
দুই ভাই একই সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পড়ার সুযোগ পান। শেষে উচ্চ শিক্ষার জন্য বেরোবির অর্থনীতি বিভাগকে বেছে নেন।
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের নাজমুল হকের ছেলে রতন ও রুমন। তাঁদের বয়স যখন এক বছর তখন বাবা নাজমুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই তাঁরা নানা বাড়িতে থাকেন। মা লাইজু বেগম, নানা ছাদেক আলী আর বড় ভাই নুর আলমের অক্লান্ত চেষ্টায় শিক্ষাজীবনের পথে ওরা বয়ে এনেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাফল্য।
দুই ভাই জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাঁদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। তাঁরা ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিং করার সুযোগ পাননি। এমনকি কোনো ক্লাসেই কোচিং-প্রাইভেট পড়ারও সুযোগ মিলেনি। তাঁদের দুজনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। এই ঋণ পরিশোধের জন্য জমি বন্দক রেখেছেন ৫০ হাজার টাকায়। বাদবাকি টাকা নানা, মামা, খালাদের সহযোগিতায় পরিশোধ করেছেন।
দুই তরুণ অভিযোগ করেন, বাবার অসুস্থতার পর থেকে তাঁদের দাদা বাড়ির প্রায় সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁরা যেন প্রতিষ্ঠিত হতে না পারেন সে জন্য অনেকে বাধাও দেন।
বড় ভাই নুর আলম জানান, দুই যমজ ভাইয়ের একই রকম সাফল্যে তিনি নিজেও বিস্মিত। দুই ভাইয়ের জন্য তিনি সবার দোয়া প্রার্থনা করেন।
কথা হলে নানা ছাদেক আলী বলেন, ‘আমার নানা ভাইয়েরা সুশিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করুক, এই কামনা করি।’
দুই ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায় অনেক খুশি মা লাইজু বেগম। তিনি বলেন, ‘আমার খুব শখ, ওদের মানুষের মতো মানুষ করার। এখন যদি ওরা একটা বৃত্তির সুযোগ পেত তাহলে ওদের জন্য অনেক সুবিধা হতো।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
২০ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪