Ajker Patrika

জোড়ায় জোড়ায় সফল তাঁরা

বেরোবি সংবাদদাতা
আপডেট : ৩০ মার্চ ২০২২, ১২: ২৫
Thumbnail image

রতন আর রুমন। যমজ দুই ভাই। চেহারায় যেমন দুজনের মিল, তেমনি শিক্ষাজীবনে এখন পর্যন্ত তাঁরা সাফল্যের দেখা পেয়েছেন জোড়ায় জোড়ায়। তাঁরা ২০২০-২১ শিক্ষাবর্ষে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ভর্তির সুযোগ পেয়ে পড়ছেন অর্থনীতি বিভাগে।

দুই ভাই একই সঙ্গে একাধিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছিলেন। তাঁরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে পড়ার সুযোগ পান। শেষে উচ্চ শিক্ষার জন্য বেরোবির অর্থনীতি বিভাগকে বেছে নেন।

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুরা ইউনিয়নের নাজমুল হকের ছেলে রতন ও রুমন। তাঁদের বয়স যখন এক বছর তখন বাবা নাজমুল মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। তখন থেকেই তাঁরা নানা বাড়িতে থাকেন। মা লাইজু বেগম, নানা ছাদেক আলী আর বড় ভাই নুর আলমের অক্লান্ত চেষ্টায় শিক্ষাজীবনের পথে ওরা বয়ে এনেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তির সাফল্য।

দুই ভাই জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য তাঁদের অনেক কষ্ট স্বীকার করতে হয়েছে। তাঁরা ভর্তি পরীক্ষার জন্য কোনো কোচিং করার সুযোগ পাননি। এমনকি কোনো ক্লাসেই কোচিং-প্রাইভেট পড়ারও সুযোগ মিলেনি। তাঁদের দুজনের বিশ্ববিদ্যালয়ে ভর্তি পর্যন্ত প্রায় ১ লাখ টাকা খরচ হয়েছে। এই ঋণ পরিশোধের জন্য জমি বন্দক রেখেছেন ৫০ হাজার টাকায়। বাদবাকি টাকা নানা, মামা, খালাদের সহযোগিতায় পরিশোধ করেছেন।

দুই তরুণ অভিযোগ করেন, বাবার অসুস্থতার পর থেকে তাঁদের দাদা বাড়ির প্রায় সবকিছু থেকে বঞ্চিত করা হচ্ছে। তাঁরা যেন প্রতিষ্ঠিত হতে না পারেন সে জন্য অনেকে বাধাও দেন।

বড় ভাই নুর আলম জানান, দুই যমজ ভাইয়ের একই রকম সাফল্যে তিনি নিজেও বিস্মিত। দুই ভাইয়ের জন্য তিনি সবার দোয়া প্রার্থনা করেন।

কথা হলে নানা ছাদেক আলী বলেন, ‘আমার নানা ভাইয়েরা সুশিক্ষিত হয়ে দেশ ও সমাজের উন্নয়নে কাজ করুক, এই কামনা করি।’

দুই ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করায় অনেক খুশি মা লাইজু বেগম। তিনি বলেন, ‘আমার খুব শখ, ওদের মানুষের মতো মানুষ করার। এখন যদি ওরা একটা বৃত্তির সুযোগ পেত তাহলে ওদের জন্য অনেক সুবিধা হতো।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সংবিধানে ‘রাষ্ট্রধর্ম ইসলাম’ রাখার পক্ষে যে যুক্তি দিলেন আলী রীয়াজ

রাজধানীতে নিখোঁজ কিশোরী নওগাঁয়, যা বললেন সঙ্গে থাকা তরুণের বাবা

নবাবি প্রশাসনে হিন্দু আমলারাই সংখ্যাগরিষ্ঠ

আটক ৩ জনকে ছাড়িয়ে নিতে উত্তরায় থানায় হামলা শিক্ষার্থীদের

উপদেষ্টা রিজওয়ানার কাছে মাত্র ১৫ মিনিট সময় চেয়ে পাইনি: বিজ্ঞানী আবেদ চৌধুরী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত