Ajker Patrika

‘ডিজিটাল নিরাপত্তা আইন ত্রুটিপূর্ণ’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ মার্চ ২০২২, ১২: ৩৩
‘ডিজিটাল নিরাপত্তা আইন ত্রুটিপূর্ণ’

জনসাধারণের বাক্‌স্বাধীনতা ক্ষুণ্ন করা হয়েছে ডিজিটাল নিরাপত্তা আইনে। এ আইন ত্রুটিপূর্ণ। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক। এটি বাতিলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত ‘নাগরিকের চোখে ডিজিটাল নিরাপত্তা আইন-২০১৮’ শীর্ষক সভায় এসব কথা বলেন বক্তারা। গতকাল শনিবার ভার্চুয়ালি সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সিজিএসের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান জানান, গণমাধ্যম থেকে পাওয়া তথ্য অনুসারে ডিজিটাল নিরাপত্তা আইনে ২০১৮ সালে ৯২৫টি, ২০১৯ সালে ১ হাজার ১৮৯টি এবং ২০২০ সালে ১ হাজার ১২৮টি মামলা হয়েছে। এ ছাড়া ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের মার্চ পর্যন্ত দেড় হাজারের বেশি মামলা হয়েছে।

সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আইনটি শাসক শ্রেণির স্বার্থে করা হয়েছে। জাতীয় নির্বাচন ঘিরে এই আইনের অপপ্রয়োগ বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত