বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি
শুষ্ক মৌসুম ও অনাবৃষ্টির কারণে নাটোরের বাগাতিপাড়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। এ কারণে বেশির ভাগ নলকূপ ও সেচযন্ত্রে পানি উঠছে না। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির জন্য হাহাকার বাড়ছে মানুষের।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮০ থেকে ৮৫ ভাগ নলকূপ এবং শ্যালো মেশিনে পানি উঠছে না। সুপেয় পানি পান করা, বসতবাড়িতে গোসল করা, রান্না করা, ফলে জমিতে সেচ দেওয়াসহ প্রয়োজনীয় কাজ করা দুরূহ হয়ে পড়েছে।
উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে দয়ারামপুর ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলায় ২০ হাজারের বেশি নলকূপ অকেজো হয়ে গেছে। শুধু ডিপ সিলিন্ডার ও তারা পাম্পগুলোতে পানি পাওয়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দয়ারাপুর, বাটিকামারী, ক্ষিদ্রমালঞ্চি, কালিকাপুর, জিগরী, বিলগোপালহাটি, স্বরূপপুর, সাইলকোনা এবং কামারপাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় বসতবাড়িতেই পানির অভাবে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। জল মোটর (সাবমার্সিবল পাম্প) ছাড়া হাতে গোনা দু-একটি নলকূপে অল্প অল্প করে পানি উঠছে। দু-একটি সেচযন্ত্রে পানি উঠছে। তাতেও অনেক সময় ও খরচ বেশি লাগছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাল-বিল, পুকুর, এমনকি বড়াল ও মূসা খাঁ নদ শুকিয়ে যাওয়ায় রমজানের শুরু থেকেই পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। পানির অভাবে আম-লিচুর কড়ি ঝরে পড়ছে। খেতের ফসল নেতিয়ে পড়ছে।
ক্ষিদ্রমালঞ্চি গ্রামের সাজেদুর রহমান বলেন, তাঁদের এলাকায় ২০০টি নলকূপ আছে। এর মধ্যে মাত্র ৫ থেকে ৭টি নলকূপে পানি উঠছে। তাও হাতল চেপে পানি তুলতে অনেক কষ্ট হচ্ছে।
স্বরূপপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, তাঁর টিউবওয়েলে পানি ওঠে না। একটু দূরে অন্যের বাড়ি থেকে সুপেয় পানি নিয়ে আসছেন। তাঁর এলাকায় ৮০টি নলকূপের মধ্যে মাত্র ৩ থেকে ৪ টিতে কোনো রকম পানি উঠছে।
বিলগোপালহাটি গ্রামের কৃষক হাসান আলী বলেন, জমিতে সেচ দেওয়ার মতো এলাকায় প্রায় ২০টি বোরিং রয়েছে। এর মধ্যে মাত্র দুটিতে কোনো রকম পানি উঠছে। তাও সময় অনেক বেশি লাগছে। আগে যেখানে এক বিঘা জমিতে সেচ দিতে দুই ঘণ্টা সময় ও ৫০০ টাকা লাগত, এখন সেই পরিমাণ জমিতে প্রায় ৫ ঘণ্টার বেশি সময় ও এক হাজার টাকা লাগছে। সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে।
দেবনগর এলাকার ইরি ধান চাষি ওয়াসিম বলেন, চলতি মৌসুমে সোনার বিলে সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। ধানগাছে এখন দানা হচ্ছে। এমন সময় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গর্ত খুঁড়ে শ্যালো মেশিন নিচে বসিয়েও পানি তোলা যাচ্ছে না। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না।
উপজেলার জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। ফলে উপজেলাজুড়েই পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এখন উপজেলার বরাদ্দকৃত ডিপ সিলিন্ডার টিউবওয়েলগুলো বেশি সংকটপূর্ণ স্থানগুলোতে ১০ থেকে ১২টি বাড়ি প্রতি একটি করে বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সংকট কিছুটা লাঘব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, ‘লালপুর-বাগাতিপাড়া এমনিতেই খরাপ্রবণ এলাকা। তারপর আবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি না থাকায় পানির লেয়ার নিচে নেমে গেছে। সে জন্য পানির সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি হলেই এ সমস্যা থাকবে না।’
শুষ্ক মৌসুম ও অনাবৃষ্টির কারণে নাটোরের বাগাতিপাড়ায় ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে গেছে। এ কারণে বেশির ভাগ নলকূপ ও সেচযন্ত্রে পানি উঠছে না। এতে সুপেয় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। পানির জন্য হাহাকার বাড়ছে মানুষের।
স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮০ থেকে ৮৫ ভাগ নলকূপ এবং শ্যালো মেশিনে পানি উঠছে না। সুপেয় পানি পান করা, বসতবাড়িতে গোসল করা, রান্না করা, ফলে জমিতে সেচ দেওয়াসহ প্রয়োজনীয় কাজ করা দুরূহ হয়ে পড়েছে।
উপজেলা জনস্বাস্থ্য কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় পাঁচটি ইউনিয়ন ও একটি পৌরসভার মধ্যে দয়ারামপুর ও ফাগুয়াড়দিয়াড় ইউনিয়নে পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভূগর্ভস্থ পানির স্তর নিচে নেমে যাওয়ায় উপজেলায় ২০ হাজারের বেশি নলকূপ অকেজো হয়ে গেছে। শুধু ডিপ সিলিন্ডার ও তারা পাম্পগুলোতে পানি পাওয়া যাচ্ছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দয়ারাপুর, বাটিকামারী, ক্ষিদ্রমালঞ্চি, কালিকাপুর, জিগরী, বিলগোপালহাটি, স্বরূপপুর, সাইলকোনা এবং কামারপাড়াসহ বিভিন্ন এলাকার প্রায় বসতবাড়িতেই পানির অভাবে দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে। জল মোটর (সাবমার্সিবল পাম্প) ছাড়া হাতে গোনা দু-একটি নলকূপে অল্প অল্প করে পানি উঠছে। দু-একটি সেচযন্ত্রে পানি উঠছে। তাতেও অনেক সময় ও খরচ বেশি লাগছে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, খাল-বিল, পুকুর, এমনকি বড়াল ও মূসা খাঁ নদ শুকিয়ে যাওয়ায় রমজানের শুরু থেকেই পানির সংকট তীব্র আকার ধারণ করেছে। পানির অভাবে আম-লিচুর কড়ি ঝরে পড়ছে। খেতের ফসল নেতিয়ে পড়ছে।
ক্ষিদ্রমালঞ্চি গ্রামের সাজেদুর রহমান বলেন, তাঁদের এলাকায় ২০০টি নলকূপ আছে। এর মধ্যে মাত্র ৫ থেকে ৭টি নলকূপে পানি উঠছে। তাও হাতল চেপে পানি তুলতে অনেক কষ্ট হচ্ছে।
স্বরূপপুর গ্রামের নজরুল ইসলাম বলেন, তাঁর টিউবওয়েলে পানি ওঠে না। একটু দূরে অন্যের বাড়ি থেকে সুপেয় পানি নিয়ে আসছেন। তাঁর এলাকায় ৮০টি নলকূপের মধ্যে মাত্র ৩ থেকে ৪ টিতে কোনো রকম পানি উঠছে।
বিলগোপালহাটি গ্রামের কৃষক হাসান আলী বলেন, জমিতে সেচ দেওয়ার মতো এলাকায় প্রায় ২০টি বোরিং রয়েছে। এর মধ্যে মাত্র দুটিতে কোনো রকম পানি উঠছে। তাও সময় অনেক বেশি লাগছে। আগে যেখানে এক বিঘা জমিতে সেচ দিতে দুই ঘণ্টা সময় ও ৫০০ টাকা লাগত, এখন সেই পরিমাণ জমিতে প্রায় ৫ ঘণ্টার বেশি সময় ও এক হাজার টাকা লাগছে। সেচ ব্যবস্থা ভেঙে পড়েছে।
দেবনগর এলাকার ইরি ধান চাষি ওয়াসিম বলেন, চলতি মৌসুমে সোনার বিলে সাড়ে তিন বিঘা জমিতে ধান চাষ করেছেন। ধানগাছে এখন দানা হচ্ছে। এমন সময় পানির তীব্র সংকট দেখা দিয়েছে। গর্ত খুঁড়ে শ্যালো মেশিন নিচে বসিয়েও পানি তোলা যাচ্ছে না। এখন কী করবেন ভেবে পাচ্ছেন না।
উপজেলার জনস্বাস্থ্য বিভাগের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘ দিন ধরে বৃষ্টি না হওয়ায় পানির স্তর নিচে নেমে গেছে। ফলে উপজেলাজুড়েই পানির তীব্র সংকট দেখা দিয়েছে। এখন উপজেলার বরাদ্দকৃত ডিপ সিলিন্ডার টিউবওয়েলগুলো বেশি সংকটপূর্ণ স্থানগুলোতে ১০ থেকে ১২টি বাড়ি প্রতি একটি করে বসানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। এতে সংকট কিছুটা লাঘব হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী বলেন, ‘লালপুর-বাগাতিপাড়া এমনিতেই খরাপ্রবণ এলাকা। তারপর আবার দীর্ঘ সময় ধরে বৃষ্টি না থাকায় পানির লেয়ার নিচে নেমে গেছে। সে জন্য পানির সমস্যা দেখা দিয়েছে। বৃষ্টি হলেই এ সমস্যা থাকবে না।’
বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ দিন আগেগাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪দেশের পরিবহন খাতের অন্যতম নিয়ন্ত্রণকারী ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির কমিটির বৈধতা নিয়ে প্রশ্ন উঠেছে। সাইফুল আলমের নেতৃত্বাধীন এ কমিটিকে নিবন্ধন দেয়নি শ্রম অধিদপ্তর। তবে এটি কার্যক্রম চালাচ্ছে। কমিটির নেতারা অংশ নিচ্ছেন ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের...
২০ নভেম্বর ২০২৪