Ajker Patrika

ট্রলিচাপায় নিহত ১

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৩: ৩০
ট্রলিচাপায় নিহত ১

কুষ্টিয়ার ভেড়ামারায় ট্রলিচাপায় কাসেম আলী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গত রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চাঁদগ্রাম পুরাতন ইউনিয়ন পরিষদের সামনে জিকে ক্যানেলের সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ সময় মুনি মালিথা (৩০) নামে একজন আহত হয়েছেন। নিহত কাসেম চাঁদগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বটতলার বাসিন্দা। আহত মুনি ওই এলাকার মৃত আবুল মালিথার ছেলে।

স্থানীয়রা জানান, কাসেম আলী ও মুনি মালিথা সড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুতগতির একটি ট্রলি তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই কাসেম মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ