Ajker Patrika

মসজিদ কমিটি নিয়ে দ্বন্দ্বে খুন, গ্রেপ্তার ১৭

চারঘাট প্রতিনিধি
আপডেট : ১০ এপ্রিল ২০২২, ১৪: ৫৯
Thumbnail image

রাজশাহীর চারঘাটে একটি মসজিদের কমিটি নিয়ে দ্বন্দ্বের জেরে খুনের ঘটনায় গতকাল শনিবার পর্যন্ত ১৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদে গত শুক্রবার ইফতারের আগমুহূর্তে স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে খোকন আলী নামের এক ব্যক্তি খুন হন।

খুন হওয়া খোকন আলী জোতকার্তিক গ্রামের মোজাহার আলীর ছেলে। এ ঘটনায় দুই পক্ষের আরও চারজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল শনিবার সকালে সরেজমিন গিয়ে দেখা যায়, মসজিদটির বারান্দায় বিশাল পাত্রে ইফতারের জন্য রান্না করা খাবার। পাশেই পড়ে আছে জগ, গ্লাসসহ ইফতারের কাজে ব্যবহৃত নানা সামগ্রী। মসজিদ তালাবদ্ধ, আশপাশের পুরো এলাকা জনশূন্য।

ঘটনাস্থলে গেলে স্থানীয়রা জানান, চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের জোতকার্তিক আদর্শ গ্রাম জামে মসজিদের কমিটি নিয়ে কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলী নামের দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। কামরুজ্জামান মুকুল ও মুক্তার আলী দুজনই নিজ গ্রুপের মধ্য থেকে মসজিদের সভাপতি নির্বাচিত করার জন্য দুই দলে বিভক্ত ছিলেন। কয়েক মাস আগে মুকুলকে সভাপতি করে মসজিদের কমিটি ঘোষণা করে তাঁর লোকজন। কিন্তু মুক্তার ও সেলিমসহ আলাদা একটি পক্ষ সেই কমিটিকে প্রত্যাখ্যান করে তাঁদের লোকজন নিয়ে স্থানীয় এক আমবাগানে অস্থায়ী মসজিদ স্থাপন করে নামাজ আদায় করে আসছিলেন। 
প্রত্যক্ষদর্শীরা জানান, গত শুক্রবার দুই পক্ষ ইফতারের আয়োজন করে। পূর্বের বিরোধের জের ধরে ইফতারের মুহূর্তে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন তাঁরা। এ সময় প্রতিপক্ষের ধারালো হাঁসুয়ার আঘাতে মুক্তারের পক্ষের খোকন আলী নিহত হন। এ ঘটনায় খোকন আলীর বাবা মোজাহার আলী (৫৫) ও মুকুলের পক্ষের সিরাজুল ইসলামসহ (৪৫) চারজন গুরুতর আহত হন।  

চারঘাট মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, মসজিদ নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একটি মামলা করেছেন খোকন আলীর স্ত্রী রুপা খাতুন। মামলায় প্রতিপক্ষ গ্রুপের প্রধান ও ওই মসজিদের সভাপতি কামরুজ্জামান মুকুলকে প্রধান আসামি করে মোট ৩৮ জনকে আসামি করা হয়েছে।

স্থানীয় নিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, ওই মসজিদ নিয়ে কয়েক মাস ধরে দুই পক্ষের দ্বন্দ্ব চলছে। ইউনিয়ন পরিষদসহ বিভিন্ন জায়গায় দুই পক্ষকে নিয়ে দ্বন্দ্বের সমাধান করতে একাধিকবার বৈঠকের আয়োজন করা হয়েছে। কিন্তু দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে সবসময় অনড় ছিল। এ জন্যই দ্বন্দ্বটা হত্যাকাণ্ডে রূপ নিয়েছে।

এ বিষয়ে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, মসজিদ নিয়ে দ্বন্দ্ব থেকে খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। ইতিমধ্যে এজাহারে উল্লেখ থাকা ১৭ জন আসামিকে আটক করা হয়েছে। বাকিদের আটকের চেষ্টা চলছে। আটক ব্যক্তিদের দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত