Ajker Patrika

প্রাইভেট কারে ৩২ কেজি গাঁজা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৬ নভেম্বর ২০২২, ১৫: ৫৪
প্রাইভেট কারে ৩২ কেজি গাঁজা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে একটি প্রাইভেট কারে তল্লাশি চালিয়ে ৩২ কেজি গাঁজা জব্দ করেছে র‍্যাব। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

সংস্থাটির দাবি, তাঁরা মাদক কারবারি।

গতকাল শুক্রবার র‍্যাব-১১-এর অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার শামীম এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার বিশনন্দী ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাঁদের আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার চর ডাজাতিয়াপাড়া গ্রামের জুয়েল ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার রামনগর গ্রামের সুইটি বেগম।

র‍্যাব জানায়, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে আড়াইহাজার উপজেলার বিশনন্দী ফেরিঘাটে অভিযান চালানো হয়। এ সময় একটি প্রাইভেট কারে তল্লাশি করে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন পেশাদার মাদক কারবারি। তাঁরা নিয়মিত কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়া থেকে মাদক এনে বিক্রি করতেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত