Ajker Patrika

ওয়েবসাইটে উন্নয়ন কাজের তথ্য নেই

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৩ নভেম্বর ২০২১, ১৪: ৩১
ওয়েবসাইটে উন্নয়ন কাজের তথ্য নেই

দেশের উন্নয়নের তথ্য মানুষের বাড়িতে পৌঁছে দিতে সরকার প্রতিটি দপ্তরে ওয়েবসাইট চালু করেছে। সরকারের সব উন্নয়নের তথ্য স্ব-স্ব দপ্তর আপলোড করবে। কোথায় কোন উন্নয়নমূলক কাজ হচ্ছে, তা ওয়েবসাইটের মাধ্যমে বাড়িতে বসে মানুষ জানতে পারবেন। কিন্তু ভোলাহাটে উন্নয়নমূলক কাজের কোনো তথ্যই নেই সরকারি ওয়েবসাইটে।

ভোলাহাট উপজেলার বিভিন্ন দপ্তরের ওয়েবসাইটে দেখা গেছে, কর্মকর্তা ও কর্মচারীদের ছবি ছাড়া সরকারের উন্নয়নমূলক কোনো তথ্য নেই। অনেকে অভিযোগ করেছেন, অফিসে গিয়ে তথ্য চাইলে তথ্য দেন না কর্মকর্তারা।

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আশরাফুল ইসলাম আশরাফ বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে ব্যাপক কাজ করছেন। ভোলাহাটেও ব্যাপক উন্নয়ন করেছেন। কিন্তু উন্নয়নের কোনো তথ্য ওয়েবসাইটে আপলোড করছে না ভোলাহাট উপজেলার কোনো দপ্তর।

বি এম রুবেল আহমেদ বলেন, ভোলাহাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের ওয়েবসাইটে সরকারের উন্নয়নমূলক কাজের কোনো তথ্য না থাকায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. কাউছার আলম সরকারের কাছে তথ্য চাইলে তিনি তথ্য দেননি। পরে তথ্য অধিকার ফরমে তথ্যের জন্য আবেদন করলেও তা দেননি তিনি।

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোছা. শাহানাজ খাতুন বলেন, ওয়েবসাইটে তথ্য থাকলে সরকারের উন্নয়নমূলক কাজের খবর প্রত্যেক নাগরিক দেশে ও দেশের বাইরে থেকে দেখতে পাবেন। তাঁরা জানতে পারবেন ভোলাহাটে সরকার কী কী উন্নয়ন করছে। কিন্তু ওয়েবসাইটে কোনো তথ্য নেই।

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. কাউছার আলম সরকারের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, জনবলসংকট ও নেটওয়ার্ক সমস্যার কারণে তথ্য আপলোড করা যাচ্ছে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত