Ajker Patrika

প্রধান শিক্ষককে মারধর বিচার দাবিতে মানববন্ধন

ঘাটাইল প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৫: ২২
প্রধান শিক্ষককে মারধর বিচার দাবিতে মানববন্ধন

ঘাটাইলে প্রধান শিক্ষককে মারধরের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এর আগে শালিয়াবহ চৌরাস্তা পাবলিক উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ নভেম্বর ও উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে এক মাদ্রাসার অফিস সহকারীর হাতে মারধরের শিকার হন প্রধান শিক্ষক আবু হানিফ। স্থানীয় পেচারআটা মাটিয়াআটা দাখিল মাদ্রাসার অফিস সহকারী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ চুন্নু এ ঘটনায় নেতৃত্ব দেন।

এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও দুজন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান উপস্থিত ছিলেন। প্রায় এক মাসেও এ ঘটনার কোনো বিচার না হওয়ায় এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনের আগে স্থানীয় ঘাটাইল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষকেরা।

পরে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপজেলার সব মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকেরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি খন্দকার তাহাজজত হোসেন, সহসভাপতি হাসান আলী, সাধারণ সম্পাদক খলিলুর রহমানসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকেরা।

বক্তারা অভিযুক্ত পেচারআটা মাটিআটা দাখিল মাদ্রাসার অফিস সহকারী মোহাম্মদ আলী চুন্নুকে গ্রেপ্তারসহ শাস্তি দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত