Ajker Patrika

ফেসবুক পোস্টে শিশু ফিরল মায়ের কোলে

রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি
আপডেট : ২৮ মার্চ ২০২২, ১১: ৩৪
Thumbnail image

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর হারানো শিশুকে ফিরে পেয়েছেন মা। গত শনিবার বিকেলে উপজেলার নোয়াপাড়া গ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে হারিয়ে যায় শিশু মো. ইস্রাফিল হোসেন (৬)। ফেসবুকে পোস্টে ছেলেকে ফিরে পেয়ে মা সুরভী বেগমের কৃতজ্ঞতার যেন শেষ নেই।

শিশুটির পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার আছরের নামাজের পরে শিশুটি তার মাসহ উপজেলার নোয়াপাড়া গ্রামের পুরান বাড়ির নানার বাড়িতে বেড়াতে যায়।

রাস্তার পাশে বাড়ী হওয়ায় ঘর থেকে বের হলে পথ ভুলে যায় ইস্রাফিল। হাঁটতে হাঁটতে প্রায় ৫ কিলোমিটার দূরের সোনাপুর বাজারে চলে আসে ইস্রাফিল। সন্ধ্যায় সোনাপুর চৌরাস্তায় একাকী শিশু ইস্রাফিলকে কাঁদতে দেখে স্থানীয় লোকজন তাকে রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবে পৌঁছে দেয়।

পরে ক্লাবের সভাপতি মো. ফারুক হোসেন ইস্রাফিলকে বাসায় নিয়ে তার ঠিকানা জানতে চান। কিন্তু ছেলেটি বাবা মা ও গ্রামের বাড়ী রামগঞ্জে বলতে পারলেও আসল ঠিকানা বলতে পারেনি। পরে ক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকার রামগঞ্জ প্রতিনিধি ব্যক্তিগত ফেসবুক আইডিতে শিশু ইস্রাফিল হোসেনকে নিয়ে একটি পোস্ট করেন।

এর ঘণ্টা দেড়েক পরেই শিশু ইস্রাফিলের মা ও নিকটাত্মীয়রা কল দিয়ে তাদের সন্তান নিখোঁজের বিষয়টি জানান। গত শনিবার রাত সাড়ে ৮টায় শিশু ইস্রাফিলের মা সুরভী বেগম, মামা মনির হোসেন ও তারেক হোসেন রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবে আসেন। পরে তাকে নিয়ে যান।

মা সুরভী বেগম জানান, ফেসবুক পোস্টের কল্যাণে আমার ছেলেকে খুঁজে পেয়েছি। এ জন্য রামগঞ্জ ব্লাড ডোনারস ক্লাবের সব সদস্যসহ যাদের আন্তরিকতায় এত দ্রুততম সময়ে ছেলেকে কাছে পেয়েছি, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত