Ajker Patrika

কারাবন্দীদের টিকাদান শুরু

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৬: ৪৩
কারাবন্দীদের টিকাদান শুরু

কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দীদের করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি শুরু করা হয়েছে। গতকাল সোমবার কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন কুমিল্লা জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার।

এ সময় কুমিল্লা সিভিল সার্জন মীর মোবারক হোসাইন, জ্যেষ্ঠ জেল সুপার শাহজান হোসেন, জেলার মো. আসাদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

জ্যেষ্ঠ জেল সুপার শাহজান হোসেন জানান, টিকার জন্য তিন হাজার কারাবন্দীর তালিকা করা হয়েছে। এর মধ্যে ২ হাজার ৭৫০ জনকে টিকা দেওয়া হবে। তা ছাড়া নতুন আগতদেরও টিকা দেওয়া হবে। পরবর্তীতে এ কার্যক্রম চলমান রাখা হবে। কারাগারে আসা-যাওয়া সব কারাবন্দীদের টিকার বিষয়টি নিশ্চিত করা হবে।

এ সময় সাংসদ আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, ‘বঙ্গবন্ধু জেলখানায় নির্যাতিত হয়েছিলেন। তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কারাগারগুলোকে আধুনিকায়ন করছেন। কুমিল্লা কারাগারের ৬০০ কোটি টাকার কাজ চলছে। কারাগার এখন নির্যাতনের স্থান নয়। এটি সংশোধনাগার। এখান থেকে বের হয়ে বন্দীরা যেন সমাজের জন্য কাজ করতে পারেন সে জন্য কাজ করছে সরকার।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ ৫ নেতা হঠাৎ কক্সবাজারে কেন

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন চাননি সাবেক সেনাপ্রধান হারুন-অর-রশীদ

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে চূড়ান্ত বৈঠক করল শশী থারুরের নেতৃত্বাধীন সংসদীয় কমিটি

ছাত্র-জনতার মিছিলের মুখে পড়েন এক মন্ত্রী

কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপি নেতাদের বৈঠকের খবর, ‘গুজব’ বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত