Ajker Patrika

টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

তেরখাদা প্রতিনিধি
আপডেট : ০৭ ডিসেম্বর ২০২১, ১৬: ১৭
টানা বৃষ্টিতে বিপাকে নিম্ন আয়ের মানুষ

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে দুদিন টানা বৃষ্টিতে চরম দুর্ভোগে পড়েছে তেরখাদাবাসী। সবচেয়ে বিপদে রয়েছেন নিম্ন আয়ের মানুষ। ঝড়ো হাওয়ার সঙ্গে অঝোর ধারায় ঝরছে বৃষ্টি। রোববার দিনভর বৃষ্টিতে রাস্তাঘাট কাঁদা পানিতে একাকার হয়েছে। সারা দিনই ঝিরিঝিরি বৃষ্টি হলেও রাত থেকে শুরু হয় ভারী বৃষ্টি।

এদিকে গুড়িগুড়ি বৃষ্টিতে কৃষকের পাকা আমন ধানের ক্ষতি হয়েছে। বৃষ্টি যদি দীর্ঘ হয়, তাহলে ক্ষতির পরিমাণ বাড়বে বলে জানিয়েছেন কৃষকেরা। জানা গেছে, গতকাল সকাল থেকে খেটে খাওয়া মানুষকে বেকায়দায় পড়তে দেখা গেছে হয়েছে। কাটেংগা এলাকার কৃষক আতিয়ার বলেন, তিন দিন আগে ১০ কাঠা জমিতে আমন ধান কেটে রেখেছি, কিন্তু দুই দিন ধরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে ধানের ক্ষতি হয়েছে।

এই বৃষ্টি যদি অব্যাহত থাকে তাহলে পুরো ধানই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। সোমবার সকালে কর্মমুখী মানুষেরা প্রয়োজনে বাসা থেকে বের হয়ে পড়েছে চরম ভোগান্তিতে। রাস্তায় যানবাহনের সংখ্যা ছিল খুবই কম। ভ্যান, ইজিবাইক ভাড়া ছিল দ্বিগুণেরও বেশি।

তেরখাদা সদরের কাটেংগা বাজারে বাস স্ট্যান্ড এলাকায় কথা হয় স্থানীয় যুবক হোসেনের সঙ্গে। তিনি বলেন, আমি খুলনা যাওয়ার উদ্দেশ্যে ঘর থেকে বের হয়েছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত