Ajker Patrika

মুক্তার হত্যা মামলার চার্জশিট দায়সারা

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
আপডেট : ০৫ ডিসেম্বর ২০২১, ১৯: ৫৫
মুক্তার হত্যা মামলার চার্জশিট দায়সারা

জামালপুরের মাদারগঞ্জে কৃষক মুক্তার হত্যা মামলার আসামিরা এখনো অধরা। একজন আসামিকে পুলিশ গ্রেপ্তার করে এজাহারভুক্ত দুই আসামির নাম বাদ দিয়ে চার্জশিট দেওয়ার অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা।

পুলিশের দেওয়া এই চার্জশিটকে দায়সারা মন্তব্য করেছেন নিহতের ছোট ভাই প্রভাষক মোহাম্মদ আলী। গত বৃহস্পতিবার বিকেলে বালিজুড়ী বাজার আবু তালুকদার মার্কেটে এক সংবাদ সম্মেলন এই অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে মামলার আসামিদের গ্রেপ্তার ও চার্জশিট হতে অব্যাহতি পাওয়া আসামিদের মামলায় পুনরায় অন্তর্ভুক্তির দাবি জানান নিহতের ছোট ভাই প্রভাষক মোহাম্মদ আলী। লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৬ জুলাই সন্ধ্যায় উচ্চ শব্দে অশালীন গান বাজানো নিষেধ করায় মুক্তার আলীকে পিটিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১৩ জনসহ অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে ১৮ জুলাই মাদারগঞ্জ মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

মামলার ৩ মাস অতিবাহিত হলেও ১২ জন আসামি আজও অধরা। মামলার শুরু থেকেই আসামিদের গ্রেপ্তারের ব্যাপারে পুলিশের নীরবতা নিয়ে প্রশ্ন তোলেন মোক্তার আলীর পরিবারের সদস্যরা। পরিবারের অভিযোগ, পুলিশ ইচ্ছা করেই আসামিদের ধরছে না।

হত্যাকাণ্ডের পরিকল্পনাকারীর তথ্য বেরিয়ে এলেও চার্জশিটে দুই আসামির নাম নেই। মামলার তদন্ত কর্মকর্তা ও মাদারগঞ্জ থানার এসআই ফারুক বলেন, মামলার তদন্তে মাসুদ ও ইহসানের সম্পৃক্ততা না পাওয়ায় তাদেরকে চার্জশিটে অন্তর্ভুক্ত করা হয়নি। চার্জশিট নিয়ে কোন প্রকার সন্দেহ সৃষ্টি হলে আদালতে নারাজি দেওয়ার সুযোগ রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কক্সবাজার বিমানবন্দরকে ‘আন্তর্জাতিক’ ঘোষণা স্থগিত

তৃতীয় বিশ্বযুদ্ধ হলে নিরাপদ থাকবে যে দেশগুলো

পুলিশ কর্মকর্তা ৪ বার ধর্ষণ করেছে—মহারাষ্ট্রে নারী চিকিৎসকের হাতে লেখা সুইসাইড নোট

সন্তান না নেওয়ার সিদ্ধান্ত নিয়ে কোনো ‘অনুশোচনা’ নেই অ্যানিস্টনের

ভারতে ১৪ শিশুর চোখ কেড়ে নিল দিওয়ালির নতুন খেলনা

এলাকার খবর
Loading...