Ajker Patrika

মঠবাড়িয়ায় উপকূলের শিশুদের জন্য পাঠাগার

ইসমাইল হোসেন হাওলাদার, মঠবাড়িয়া (পিরোজপুর) 
মঠবাড়িয়ায় উপকূলের শিশুদের জন্য পাঠাগার

পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ও বড় মাছুয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামের উপকূলীয় শিশুদের জন্য চারটি পাঠাগার স্থাপন করা হয়েছে। পাঠ্যপুস্তকের বাইরের বই পড়া থেকে বঞ্চিত শিশু-কিশোরদের জন্য গড়ে তোলা হয়েছে পাঠাগারগুলো।

জেলেপল্লির শিশুদের জীবনমান উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন হাতে খড়ি ফাউন্ডেশনের উদ্যোগে গড়ে উঠেছে এসব পাঠাগার। ৭ নম্বর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয় পাঠাগারগুলো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফেরদৌস ইসলাম। সভাপতিত্ব করেন ৭ নম্বর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন অধিকারী। বক্তব্য দেন হাতে খড়ি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক রুবেল মিয়া নাহিদসহ অন্যরা। পাঠাগারগুলো উদ্বোধনের ফলে ৭ নম্বর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ১৮১ নম্বর উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৫৯ নম্বর বকসির ঘটিচোরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী নানা ধরনের বই পড়ার সুযোগ পাচ্ছে।

৭ নম্বর উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী দোলা হালদার বলে, ‘এখান থেকে আমরা ছড়া ও গল্পের বই নিতে পারব। আমরা অনেক খুশি হয়েছি।’

মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ফেরদৌস ইসলাম বলেন, ‘এই স্কুলভিত্তিক উপকূলীয় পাঠাগার উদ্যোগটি আমার ভালো লেগেছে।’

৭ নম্বর উত্তর খেজুরবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন অধিকারী বলেন, ‘এই পাঠাগারের মাধ্যমে আমাদের স্কুলের শিশুরা অনেক কিছু শিখতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত