Ajker Patrika

এক মাসে বিএসটিআইয়ের ৪০ মামলা

রাজশাহী প্রতিনিধি
আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ১১: ৩৭
এক মাসে বিএসটিআইয়ের ৪০ মামলা

রাষ্ট্রায়ত্ত মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্টান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নভেম্বর মাসে রাজশাহী বিভাগের আট জেলায় অভিযান চালিয়ে ৪০টি মামলা দায়ের করেছে। গতকাল মঙ্গলবার বিএসটিআইয়ের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক ইঞ্জিনিয়ার মো. সেলিম রেজা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নভেম্বরে ওজন ও পরিমাপে কারচুপি এবং অবৈধ ওজন-পরিমাপক যন্ত্র ব্যবহার করে ব্যবসা পরিচালনার অভিযোগে রাজশাহী বিভাগের আট জেলায় ৮টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে ১১টি মামলায় ১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ ছাড়া চারটি সার্ভিল্যান্স অভিযানের মাধ্যমে একটি নিয়মিত মামলা করা হয়।

‘বিএসটিআই আইন-২০১৮’ এর আওতায় ১২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। বিএসটিআইয়ের মান সনদ না থাকায় এবং অবৈধভাবে বিএসটিআই মান চিহ্ন ব্যবহারের অভিযোগে মোট ১২টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২২টি মামলা করা হয়। এসব মামলায় ৩ লাখ ১৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এর বাইরে ১৬টি সার্ভিল্যান্স টিমের অভিযান পরিচালনার মাধ্যমে ছয়টি নিয়মিত মামলা করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত