Ajker Patrika

বটিয়াঘাটায় সেই লাশের পরিচয় মিলেছে

বটিয়াঘাটা প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ১৬
বটিয়াঘাটায় সেই লাশের পরিচয় মিলেছে

বটিয়াঘাটা উপজেলার আমিরপুর এলকার একটি খাল থেকে উদ্ধার হওয়া লাশের পরিচয় পাওয়া গেছে। তিনি বয়রা রায়েরমহল মোল্লাপাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার ইনতাজ শেখের ছেলে আমীর শেখ।

আমীর শেখের নাতনী ময়না খাতুন জানায়, ২৩ নভেম্বর বিকেলে আছরের নামাজ পড়ার জন্য বাড়ি থেকে বের হন তিনি। এরপর তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজ করে। পরে তাকে না পেয়ে ওই দিনেই হরিণটানা থানায় একটি সাধারণ ডায়েরী করেন তার স্ত্রী জামিলা বেগম। তবে কি কারণে তার মৃতদেহ খাল থেকে পাওয়া গেছে তার প্রকৃত কারণ তিনি বলতে পারেননি। লাশ এখনও দাফন করা হয়নি। তার বড় মামা দেশের বাইরে থাকেন। তিনি এলে তার লাশ দাফন করা হবে বলে তিনি জানিয়েছেন।

হরিণটানা থানার অফিসার ইনচার্জ এনামুল হক বলেন, আমীর শেখ নিখোঁজ হওয়ার দিনেও বিকেলে বাজারে দেখা গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। গত শুক্রবার দুপুর ১২টার পর আমীরপুর এলাকার নারায়নখালীর একটি খাল থেকে তার লাশ উদ্ধার করে নৌ পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইউএস-বাংলার বহরে যুক্ত হলো তৃতীয় এয়ারবাস ৩৩০, এয়ারক্র্যাফট দাঁড়াল ২৫টিতে

এমপিওভুক্ত শিক্ষকদের বাড়িভাড়া ভাতা বাড়ল ১৫ শতাংশ, সঙ্গে শর্ত

আজকের রাশিফল: আপন গোপন তথ্য সামলে রাখুন, প্রচুর ভালোবাসুন

গাজায় যুদ্ধবিরতি ভেঙে এক দিনে ১৫৩ টন বোমা ফেলেছে ইসরায়েল

ঝালকাঠিতে পদ স্থগিত নেতাদের নিয়ে কেন্দ্রীয় নেতার সভা: দলে ক্ষোভ ও বিভক্তি বাড়ছে

এলাকার খবর
Loading...