Ajker Patrika

হকার নেতা আসাদের হুকুমে জুবায়ের হত্যা

নারায়ণগঞ্জ ও সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১৮: ০৪
হকার নেতা আসাদের হুকুমে জুবায়ের হত্যা

নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কের ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়ের হত্যা মামলার প্রধান আসামি ইকবাল হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেছে র‍্যাব। গত মঙ্গলবার র‍্যাব-১১ ও র‍্যাব-৮-এর যৌথ অভিযানে তাঁকে বরিশাল জেলার উজিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের বুরুমদী গ্রামের আব্দুস সামাদের ছেলে।

র‍্যাব-১১-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর মাহমুদ পাশা জানান, গত ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার স্বপনের সঙ্গে জুবায়েরের বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে স্বপন চড়থাপ্পড় মারতে থাকেন জুবায়েরকে। জুবায়ের এর প্রতিবাদ করলে স্বপনের পক্ষে হকার নেতা আসাদের হুকুমে ইকবাল ধারালো চাকু দিয়ে জুবায়েরকে কুপিয়ে জখম করেন এবং অন্য অভিযুক্তরা জুবায়েরকে মারধর করেন। তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ওইদিন সন্ধ্যা পৌনে ৭টায় চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত জুবায়ের ফতুল্লার উত্তর মাসদাইরের আমজাদ হোসেনের ছেলে। এ ঘটনায় জুবায়েরের মা মুক্তা বাদী হয়ে ইকবালসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৫ জনকে আসামি করে মামলা করেন।

হত্যাকাণ্ডে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র‍্যাব-১১-এর অভিযান অব্যাহত রয়েছে বলে জানান র‍্যাব কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত