Ajker Patrika

নগরকান্দায় গ্রেপ্তার ২

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ০৮: ০২
নগরকান্দায় গ্রেপ্তার ২

দালালের মাধ্যমে ইতালি যাওয়ার পথে ফরিদপুরের নগরকান্দার তিন তরুণ নিখোঁজ হয়েছেন। সর্বশেষ ২৭ জানুয়ারি রাতে তাঁদের সঙ্গে পরিবারের কথা হয়। এ ঘটনায় ১০ জনকে আসামি করে মামলা করেছে ভুক্তভোগী পরিবার। এই মামলায় গত শনিবার রাতে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

জানা গেছে, প্রতিবেশী দুই প্রবাসী যুবকের সঙ্গে ইতালি যাওয়ার জন্য ৩০ লাখ টাকায় চুক্তি হয় উপজেলার কাইচাইল ইউনিয়নের বাবুর কাইচাইল গ্রামের ফারুক মাতুব্বরের ছেলে মঈন মাতুব্বর ওরফে ফয়সাল (১৮), ইউনুস শেখের ছেলে সামিউল শেখ (১৯) ও মাজেদ মিয়ার ছেলে নাজমুল মিয়া (২২)। তাঁদের অভিভাবকেরা দালালদের ২৪ লাখ টাকা দেয়। বাকি টাকা দেওয়ারও প্রস্তুতি চলছিল। কিন্তু এরই মধ্যে লিবিয়ায় একটি ঘরে বন্দী হওয়ার পর নৌকায় সাগর পাড়ি দিয়ে ইতালি যাওয়ার পথে নিখোঁজ হন তাঁরা।

ফয়সালের বাবা ফারুক মাতুব্বর বলেন, তাঁর ছেলেসহ তিনজনকে ৩০ লাখ টাকায় ইতালি নিয়ে যাবে বলে কথা হয়েছিল পাশের ছোট নাওডুবি গ্রামের প্রবাসী শওকত চৌধুরী ও রাসেল মিয়ার সঙ্গে। এ জন্য ২৪ লাখ টাকা দিয়েছেন তাঁরা। শওকত ও রাসেল তাঁর মামাতো ভাইয়ের ছেলে। চার বছর আগে তাঁদের লিবিয়ায় গেছেন।

তিনি আরও বলেন, এর আগেও তাঁরা তিনজনকে ইতালি নিয়ে যান। পরিচিত ও আত্মীয় হওয়ায় তাঁদের প্রতি বিশ্বাস জন্মে। গত ১৭ ডিসেম্বর ঢাকা থেকে বিমানে ফয়সাল, নাজমুল ও সামিউলকে লিবিয়ার একটি শহরে নিয়ে যান। সর্বশেষ ২৭ জানুয়ারি রাত ১০টার দিকে ফয়সালের সঙ্গে তাঁর কথা হয়। এ সময় ফয়সাল ও তার বন্ধুরা ভয় পাচ্ছিল। ফয়সাল ফোনে বলেছিল, ‘আমাদের সাগরের পাড়ে নিয়ে আসছে। মনে হয় নৌকায় ওঠাবে। তোমরা দোয়া কইরো আমাদের জন্য।’

নাজমুল মিয়ার ভাই সম্রাট বলেন, শওকত ও রাসেল তাঁর ভাইদের বডি কন্টাক্টে ইতালি নিয়ে যাবে বলেছিল। বডি কন্টাক্ট মানে কি? এর জবাবে সম্রাট বলেন, লিবিয়া যাওয়ার পথে যতবার ধরা খাবে ততবার ওঁরা ফেরত আনবে। ওদের বডি যেকোনো উপায়ে ইতালি পৌঁছে দেবে। ওঁদের এক শ পারসেন্ট ইতালি নিয়ে যাওয়ার দায়িত্ব তাঁদের। এতে যত টাকাই লাগুক।

সম্রাট বলেন, সর্বশেষ তাঁর ভাই তাঁদের বলেছিল, ‘গেম ঘর থেকে সাগরপাড়ে নিয়ে যাইতেছে। এক থেকে দুই ঘণ্টার মধ্যে বোটে ওঠাবে।’

সম্রাট আরও বলেন, ২৭ জানুয়ারির পর প্রথম দিকে দালালেরা এমনও বলেছিল যে, তাঁর ভাইয়েরা ইতালি পৌঁছে গেছে। বাকি টাকা রেডি রাখতে। শেষে বলেছে, ওঁরা মাল্টা থেকে ধরা খেয়েছে। থামছা থামছা জেলে আছে। গত বৃহস্পতিবার রাতে ওরা নিশ্চিত করে যে, ওঁরা তিনজন থামছা থামছা জেলে। এরপর ওঁরা সামিউলের একটা ভয়েস রেকর্ড পাঠায়। যেখানে সামিউল বলছে, ‘আমরা কষ্টে আছি, আমাদের বাঁচাও’।

এ বিষয়ে ফয়সালের বাবা ফারুক মাতুব্বর বাদী হয়ে নগরকান্দা থানায় ১০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এই মামলায় শনিবার রাতে উপজেলার ছোট নাওডুবি গ্রামের হান্নান মাতুব্বর ও তার ছেলে তুহিন মাতুব্বরকে গ্রেপ্তার করে পুলিশ।

নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিল হোসেন জানান, পুলিশের একটি দল অভিযান চালিয়ে তুহিন মাতুব্বরকে ভাঙ্গা এলাকা ও হান্নান মাতুব্বরকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত