Ajker Patrika

আচরণবিধি লঙ্ঘন করে প্রার্থীর মোটর শোভাযাত্রা

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি
আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৪: ০৪
Thumbnail image

কক্সবাজারের পেকুয়ায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘন করে মোটর শোভাযাত্রা করার অভিযোগ উঠেছে এক চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে। গতকাল বুধবার বিকেলে মগনামা ইউপির স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনুস চৌধুরীর সমর্থনে এই শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি মগনামা ইউনিয়নের কাজী মার্কেট এলাকা থেকে শুরু হয়। পরে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ঘুরে আসে। ২০ কিলোমিটারের এ শোভাযাত্রায় ট্রাক, মিনি ট্রাক ও অটোরিকশাসহ দেড় শতাধিক যানবাহনে সহস্রাধিক মানুষ অংশ নেয়।

খোঁজ নিয়ে জানা গেছে, নির্বাচনের তফসিল ঘোষণার আগে একটি হত্যা মামলার আসামি হয়ে জেলহাজতে যান ইউনুস চৌধুরী। এর মধ্যেই তাঁর পক্ষে পরিবারের সদস্যরা মনোনয়নপত্র জমা দেন। রিটার্নিং কর্মকর্তা তাঁর এ মনোনয়ন বৈধ ঘোষণা করেন। কিন্তু অপর স্বতন্ত্র প্রার্থী গিয়াস উদ্দিন আপিল করলে ইউনুসের মনোনয়ন অবৈধ ঘোষণা করেন কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা। এর মধ্যে হাইকোর্ট থেকে জামিন পেয়ে গত ১১ নভেম্বর কারাগার থেকে বের হয়ে আসেন প্রার্থী ইউনুস চৌধুরী। এরপর তার আবেদনের প্রেক্ষিতে প্রার্থিতা ফিরিয়ে দেন হাইকোর্ট।

মোটর শোভাযাত্রা প্রসঙ্গে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনুস চৌধুরী বলেন, ‘জেল-জুলুম ও নির্যাতনের পর আমার এলাকায় ফেরাকে কেন্দ্র করে কর্মী-সমর্থকেরা বরণ করে নিয়েছেন। এ কারণে তাঁরা মোটর শোভাযাত্রা করেছেন।’

মগনামা ইউপি নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা রেজাউল করিম বলেন, ‘মোটর শোভাযাত্রা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। এ ব্যাপারে প্রতিদ্বন্দ্বী কোনো প্রার্থী লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঋণের ১৩০০ কোটির এক টাকাও দেননি হলিডে ইনের মালিক

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

গণ–সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিলেন বিএনপি নেতা

হেফাজতে যুবদল নেতার মৃত্যু, সেনা ক্যাম্প কমান্ডারকে প্রত্যাহার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত