Ajker Patrika

মাদকমুক্ত যুবসমাজ গড়তে ক্রিকেট লিগ

কালিহাতী প্রতিনিধি
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৬: ০৯
মাদকমুক্ত যুবসমাজ গড়তে ক্রিকেট লিগ

মাদক, ইভ টিজিং, সহিংসতা ও সন্ত্রাসমুক্ত যুবসমাজ গড়তে ক্রিকেট লিগের আয়োজন করেছেন কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা আজিজুর রহমান। গতকাল সোমবার সকালে কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চবিদ্যালয় মাঠে এ ক্রিকেট লিগের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনছার আলী।

চার টিমের এ ক্রিকেট লীগে গতকাল সকালের খেলায় নেয় কালিহাতী ক্রিকেট একাডেমি ও কালিহাতী থানা একাদশ। এতে ৬ উইকেটে বিজয় লাভ করে কালিহাতী থানা একাদশ। বিকেলে উপজেলা প্রশাসন কালিহাতী আর এস সরকারি পাইলট উচ্চবিদ্যালয়কে ৩ রানে পরাজিত করে।

আগামীকাল বুধবার দুপুরে একই মাঠে এ ক্রিকেট লিগের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। ফাইনাল খেলায় অংশ নেবে উপজেলা প্রশাসন একাদশ বনাম কালিহাতী থানা একাদশ।

কালিহাতী ক্রিকেট একাডেমির কোচ কামরুল হাসান বলেন, একজন পুলিশ কর্মকর্তার ব্যক্তি উদ্যোগে এ ধরনের আয়োজন খুবই প্রশংসনীয় ও ব্যতিক্রম। ওসি মোল্লা আজিজুর যুবকদের খেলায় অংশ নেওয়ার শর্ত হিসেবে মাদক, ইভ টিজিং, সহিংসতা, সন্ত্রাস, অনলাইন আড্ডা ও জুয়া থেকে দূরে থাকার শর্তে শপথও করিয়েছেন।

কামরুল হাসান আরও বলেন, সমাজের জন্য ক্ষতিকর সবকিছু থেকে যুবকদের বিরত রাখার জন্য এ ধরনের আয়োজন খুবই উৎসাহব্যঞ্জক। খেলাধুলায় যুবকদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের আয়োজন সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার।

ওসি মোল্লা আজিজুর রহমান আজকের পত্রিকাকে এ বিষয়ে বলেন, একটি পরিচ্ছন্ন অপরাধমুক্ত সমাজ গড়তে যুবকদের ভূমিকা অপরিসীম। আজকের কিশোর-যুবকরাই আগামী দিনে নেতৃত্ব দেবে। তাঁদের মাদক, ইভ টিজিং, সহিংসতা, সন্ত্রাস, অনলাইন আড্ডা ও জুয়া থেকে দূরে রাখতেই এ ছোট প্রচেষ্টা। ভবিষ্যতে এ ধরনের আয়োজন আরও বাড়ানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত