Ajker Patrika

এককাট্টা বিএনপির নেতা-কর্মীরা

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ৩০ ডিসেম্বর ২০২১, ১০: ৫৭
এককাট্টা বিএনপির নেতা-কর্মীরা

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির নেতা-কর্মীরা ঘরোয়া বিভেদ মিটিয়ে এককাট্টা হয়ে স্বতন্ত্র মেয়র প্রার্থী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও জেলা বিএনপির আহ্বায়ক তৈমূর আলম খন্দকারের পক্ষে ভোট চাইছেন।

গতকাল বুধবার সিদ্ধিরগঞ্জ পুল এলাকা থেকে নাসিক ১ নম্বর ওয়ার্ডে গণসংযোগকালে এ চিত্র দেখা গেছে।

প্রচারে বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম, থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন, থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম এ হালিম জুয়েল, থানা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলাম, ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী সিরাজুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক টি এইচ তোফা, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহ আলম হীরা, সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক নেতা ইমাম হোসেন, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি অখিল উদ্দিন ভুঁইয়া, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সামসুদ্দিন শেখ, মহানগর যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মনির, মহানগর ছাত্রদলের সহসভাপতি জুয়েল রানা, সহসাংগঠনিক সম্পাদক এ এইচ সৌরভসহ বিএনপির, ছাত্রদল, যুবদল, শ্রমিক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতা-কর্মীদের বেশ উজ্জীবিত দেখা গেছে। তৈমূরের জয়ের ব্যাপারেও আশাবাদী তাঁরা।

এ বিষয়ে জানতে চাইলে থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমাদের আজ থেকে ১৬ জানুয়ারি পর্যন্ত লক্ষ একটাই মানুষের ঘরে ঘরে পৌঁছানো। তৈমূর ভাইকে ছাড়াও আমরা প্রচারণা করব। জয় নিয়েই ফিরতে হবে আমাদের। যদি কোনো ওলট পালট হয়, তবে এবার নারায়ণগঞ্জে ভয়ানক পরিস্থিতির জন্ম হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘আজ থেকে আমাদের কোনো বলয় গ্রুপিং নাই। লক্ষ্য একটাই—তৈমুর ভাইকে জেতাতে হবে। মাঠে যখন নেমে গেছি জয় নিয়েই বাড়ি ফিরব আমরা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত