Ajker Patrika

বড়লেখায় কৃষিপণ্য পেলেন ৯০ কৃষক

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
আপডেট : ২২ নভেম্বর ২০২১, ১২: ৫১
বড়লেখায় কৃষিপণ্য পেলেন ৯০ কৃষক

বড়লেখা উপজেলায় ৯০ জন কৃষককে বিনা মূল্যে বোরো ধানের বীজ ও সার দেওয়া হয়েছে। গত শনিবার প্রণোদনা কর্মসূচির আওতায় রবি ২০২১-২০২২ মৌসুমের কৃষকদের এসব কৃষিপণ্য দেওয়া হয়।

এ সময় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী ও স্থানীয় সাংসদ মো. শাহাব উদ্দিন কৃষকদের বোরো ধানের বীজ ও সার দেন।

এ বিতরণ অনুষ্ঠান ‍উপলক্ষে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী।

অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সুন্দর, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন সরদার।

কৃষককে বিনা মূল্যে বোরো ধানের বীজ ও সার বিতরণে আরও উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ তাজ উদ্দিন, কৃষি কর্মকর্তা দেবল সরকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এএসএম রাশেদুজ্জামান বিন হাফিজ, উপজেলা কৃষক লীগের আহ্বায়ক আব্দুল লতিফ প্রমুখ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত