Ajker Patrika

রাস্তায় গাড়ি কম, ভাড়া আদায়ে নৈরাজ্য

ময়মনসিংহ প্রতিনিধি
আপডেট : ০৭ আগস্ট ২০২২, ১২: ৫২
রাস্তায় গাড়ি কম, ভাড়া আদায়ে নৈরাজ্য

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব পড়েছে পরিবহন খাতে। বাসে যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া চাওয়া হচ্ছে। এতে ক্ষুব্ধ ময়মনসিংহ অঞ্চলের যাত্রীরা। জেলা পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে বলা হয়েছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় গাড়ি চালিয়ে কোনো লাভ হচ্ছে না। যার মন চাচ্ছে, সে গাড়ি চালাচ্ছে। অনেকে গাড়ি বন্ধ রেখেছে। জ্বালানি তেলের দাম বাড়ায় গাড়ি চালাতে হলে ভাড়া বৃদ্ধির বিকল্প নেই।

জানা গেছে, শুক্রবার দিবাগত রাত ১২টার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহের বিভিন্ন রুটে অঘোষিতভাবে বাস ভাড়া বাড়ানো হয়েছে। হঠাৎ জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ যাত্রীরা।

গতকাল শনিবার সকাল থেকে ঢাকাগামী অনেক বাস চলাচল বন্ধ রয়েছে। অন্যান্য দিনের ন্যায় রাস্তায় নেই কোনো যানজট। তবে নগরীর মাসকান্দা বাস টার্মিনাল থেকে আগের ভাড়ায় ঢাকার উদ্দেশে ছেড়ে যাচ্ছে এনা পরিবহন। এনা পরিবহনের শ্রমিকেরা বলছেন, আজকালের মধ্যেই ভাড়া বাড়ানো হবে। অন্যথায় ভর্তুকি দিয়ে বাস চালানো সম্ভব নয়।

এনা পরিবহনে ময়মনসিংহ মাসকান্দা বাস টার্মিনাল থেকে ঢাকাগামী যাত্রী হোসনে আরা বেগম বলেন, ‘একের পর এক জিনিসের দাম সরকার যেভাবে বাড়াচ্ছে, তাতে আমাদের মতো সাধারণ মানুষের চলার পথ বন্ধ হচ্ছে। এনা পরিবহনে পূর্বের ভাড়ায় আজকে যেতে পারলেও হয়তো কাল থেকে বেশি ভাড়া দিয়ে যেতে হবে। এই সবকিছুর জন্য সরকার দায়ী।’

আরেকজন যাত্রী রবিউল আওয়াল বলেন, ‘ডিজেলের দাম বাড়ায় বাসে ভাড়া বাড়বে, সেটা তো স্বাভাবিক বিষয়। আমি শুনছি কিছুদিন আগে সরকার বলছে জ্বালানি তেলের সংকট দেশে নেই, বিদেশে রপ্তানি করা হয়। তাহলে কোনো কারণ ছাড়াই হঠাৎ কেন জ্বালানি তেলের দাম বাড়ল। আমরা এর কারণ জানতে চাই সরকারের কাছে।’

সৌখিন পরিবহনের যাত্রী মোহাম্মদ আলী বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির সঙ্গে সঙ্গে ময়মনসিংহ থেকে ঢাকাগামী সৌখিন পরিবহনে ৫০ টাকা ভাড়া বৃদ্ধি করা হয়েছে। কোনো সিদ্ধান্ত ছাড়াই ভাড়া বৃদ্ধি ঠিক হয়নি।’

এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ময়মনসিংহ থেকে অভ্যন্তরীণ রুটে বেশকিছু বাস চলাচল বন্ধ রয়েছে। তবে সকাল থেকে শালবন পরিবহন ভাড়া বৃদ্ধি করে চলছে।

শালবন পরিবহনের চালকের সহকারী মো. আসলাম বলেন, ‘ময়মনসিংহ থেকে ত্রিশাল পর্যন্ত আগে ২০ টাকা ভাড়া ছিল। শুক্রবার রাত থেকে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় ভাড়া ২৫ টাকা করা হয়েছে।’

এনা পরিবহনের মাসকান্দা বাস টার্মিনালের ম্যানেজার রতন কুমার পণ্ডিত বলেন, ‘ময়মনসিংহ থেকে ঢাকাগামী সবচেয়ে ভালো সার্ভিস এনা পরিবহন। জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেলেও আমরা পূর্বের ন্যায় ২৬০ টাকা করে ভাড়া নিচ্ছি। তবে ভর্তুকি দিয়ে খুব বেশিদিন বাস চালানো যাবে না। সরকার যদি ভাড়া বৃদ্ধি না করে, তাহলে আন্দোলনে যাওয়া ছাড়া আর কোনো রাস্তা থাকবে না।’ এদিকে গত শুক্রবার রাত ১০টার পর জ্বালানি তেলের দাম বৃদ্ধির ঘোষণার পর বিভিন্ন পাম্পে আগের দামে জ্বালানি তেল কিনতে হিড়িক পড়ে ট্রাক ও বাইকের। অনেকে অতিরিক্ত লাভের আশায় পাম্প বন্ধ করে আবার রাত ১২টা পর খোলে।

নগরীর মাসকান্দা এলাকার এমএস স্টার ফিলিং স্টেশনের ম্যানেজার শামছুল আলম বলেন, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবর শোনার পরপরই শত শত বাইক ও ট্রাক তেল কিনতে এলে তাদের চাপে পাম্প বন্ধ করা হয়। পরে কিছুক্ষণ পরই আবার চালু করা হয়। তবে শনিবার পর্যন্ত আমাদের আগের তেল বিক্রি করতে পারব। নতুন দামেই বিক্রি করছি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত