নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার স্বাভাবিক রূপে ফিরছে দেশের সব শিক্ষাঙ্গন। করোনা মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর প্রাক্-প্রাথমিক ছাড়া সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এত দিন সীমিত পরিসরে চলছিল শ্রেণি কার্যক্রম। তবে আজ থেকে প্রাক্-প্রাথমিক খুলছে, স্বাভাবিক সময়ের মতোই শতভাগ ক্লাস ও পরীক্ষা হবে সব ধরনের প্রতিষ্ঠানে।
১৫ মার্চ (আজ) থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে—গত শনিবার এমন ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এত দিন পুরোদমে ক্লাস শুরুর ক্ষেত্রে প্রধান বাধা ছিল ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে দুই ডোজ টিকার আওতায় আনা। ইতিমধ্যেই এই বয়সের ৯৮ শতাংশ শিক্ষার্থীই টিকার আওতায় চলে এসেছে। তাই পুরোদমে ক্লাস শুরুর ক্ষেত্রে তেমন বাধা থাকছে না।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র অনুযায়ী, সারা দেশে ১২ থেকে ১৭ বছরের মধ্যে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৯৫ জন শিক্ষার্থী রয়েছে। ৯ মার্চের তথ্যানুযায়ী, তাদের মধ্যে ১ কোটি ১০ লাখ ৬৯ হাজার ৫০ জনকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে। আর প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮০৩ জনকে। অর্থাৎ প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী প্রথম ডোজ আর ৮০ শতাংশ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে। তবে গত পাঁচ দিনে এই সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেছে। এ ছাড়া করোনা সংক্রমণ হারও অনেকাংশে কমে গেছে। তাই এখন পুরোদমে ক্লাস শুরু করতে আর সমস্যা নেই।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস চালু করা হয়। এরপর ২ মার্চ সীমিত আকারে প্রাথমিক স্তরে পাঠদান শুরু হয়। তবে গত সপ্তাহে প্রাথমিক ও প্রাক্-প্রাথমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান জানান, প্রাথমিক স্তরে পুরোদমে ক্লাস চলছে। শিক্ষার্থীরা সপ্তাহে ৬ দিনই স্কুলে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস উন্মুক্ত করতে সময় নেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকেই তাদের সশরীরে ক্লাস নেওয়া হবে।
তবে এত দিনের বন্ধে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এবার রোজার ছুটি কমানো হয়েছে। অন্য বছর প্রথম রোজা থেকেই স্কুল বন্ধ করে দেওয়া হতো। কিন্তু এ বছর ২০ রোজা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে।
প্রায় দুই বছর পর আজ মঙ্গলবার স্বাভাবিক রূপে ফিরছে দেশের সব শিক্ষাঙ্গন। করোনা মহামারির কারণে দীর্ঘ বন্ধের পর প্রাক্-প্রাথমিক ছাড়া সব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠান খুললেও এত দিন সীমিত পরিসরে চলছিল শ্রেণি কার্যক্রম। তবে আজ থেকে প্রাক্-প্রাথমিক খুলছে, স্বাভাবিক সময়ের মতোই শতভাগ ক্লাস ও পরীক্ষা হবে সব ধরনের প্রতিষ্ঠানে।
১৫ মার্চ (আজ) থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানে সব বিষয়ে শ্রেণিকক্ষে পাঠদান শুরু হবে—গত শনিবার এমন ঘোষণা দিয়েছিলেন শিক্ষামন্ত্রী দীপু মনি। এত দিন পুরোদমে ক্লাস শুরুর ক্ষেত্রে প্রধান বাধা ছিল ১২ থেকে ১৭ বছর বয়সী সব শিক্ষার্থীকে দুই ডোজ টিকার আওতায় আনা। ইতিমধ্যেই এই বয়সের ৯৮ শতাংশ শিক্ষার্থীই টিকার আওতায় চলে এসেছে। তাই পুরোদমে ক্লাস শুরুর ক্ষেত্রে তেমন বাধা থাকছে না।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্র অনুযায়ী, সারা দেশে ১২ থেকে ১৭ বছরের মধ্যে ১ কোটি ৩৯ লাখ ৬৩ হাজার ৯৫ জন শিক্ষার্থী রয়েছে। ৯ মার্চের তথ্যানুযায়ী, তাদের মধ্যে ১ কোটি ১০ লাখ ৬৯ হাজার ৫০ জনকে দ্বিতীয় ডোজের আওতায় আনা সম্ভব হয়েছে। আর প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৩৬ লাখ ২০ হাজার ৮০৩ জনকে। অর্থাৎ প্রায় ৯৮ শতাংশ শিক্ষার্থী প্রথম ডোজ আর ৮০ শতাংশ দ্বিতীয় ডোজের টিকা পেয়েছে। তবে গত পাঁচ দিনে এই সংখ্যা আরও বেড়েছে বলে জানা গেছে। এ ছাড়া করোনা সংক্রমণ হারও অনেকাংশে কমে গেছে। তাই এখন পুরোদমে ক্লাস শুরু করতে আর সমস্যা নেই।
করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় গত ২২ ফেব্রুয়ারি মাধ্যমিক পর্যায়ের স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয়ে সরাসরি ক্লাস চালু করা হয়। এরপর ২ মার্চ সীমিত আকারে প্রাথমিক স্তরে পাঠদান শুরু হয়। তবে গত সপ্তাহে প্রাথমিক ও প্রাক্-প্রাথমিক পর্যায়ের শ্রেণি কার্যক্রমের ব্যাপারে সিদ্ধান্ত নেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এ ব্যাপারে মন্ত্রণালয়ের সচিব আমিনুল ইসলাম খান জানান, প্রাথমিক স্তরে পুরোদমে ক্লাস চলছে। শিক্ষার্থীরা সপ্তাহে ৬ দিনই স্কুলে যাচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য প্রাক্-প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের সশরীরে ক্লাস উন্মুক্ত করতে সময় নেওয়া হয়েছে। ১৫ মার্চ থেকেই তাদের সশরীরে ক্লাস নেওয়া হবে।
তবে এত দিনের বন্ধে শিক্ষার্থীদের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে এবার রোজার ছুটি কমানো হয়েছে। অন্য বছর প্রথম রোজা থেকেই স্কুল বন্ধ করে দেওয়া হতো। কিন্তু এ বছর ২০ রোজা পর্যন্ত শিক্ষা কার্যক্রম চলবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫