Ajker Patrika

মারধরের অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

ভোলা প্রতিনিধি
আপডেট : ০৩ জানুয়ারি ২০২২, ১৫: ০৪
মারধরের অভিযোগ নৌকার প্রার্থীর বিরুদ্ধে

ভোলা সদর উপজেলায় পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে এক স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মারধরের অভিযোগ ওঠেছে নৌকার চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে । উপজেলা নির্বাচন অফিসে এ বিষয়ে অভিযোগ দেওয়া হলেও অভিযোগ নেওয়া হচ্ছে না বলে জানান ওই স্বতন্ত্র প্রার্থী।

তবে উপজেলা রিটার্নিং কর্মকর্তা এই অভিযোগ অস্বীকার করে বলেছেন, অভিযোগ দিলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এ দিকে অস্ত্রসহ মহড়া দেওয়ায় একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

উপজেলার ১২ ইউপির মধ্যে শিবপুর, ধনিয়া, ইলিশা, আলী নগর, ও রাজাপুরে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেছে। শিবপুর ইউপিতে আচরণবিধি লঙ্ঘন করে মহড়া দেওয়ার অভিযোগে সোহাগ (২৮) নামের এক যুবককে গত শুক্রবার রাতে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। সোহাগ ওই ইউপির ৭ নম্বর ওয়ার্ডের শাহে আলমের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইউসুফ হাসান জানান, একদল দুষ্কৃতকারী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল। এ সময় তাঁদের ধাওয়া করে সোহাগ নামে একজনকে আটক করা হয়। তাঁর কাছ থেকে একটি গুলতি ও বেশ কিছু মারবেল জব্দ করা হয়েছে।

এ দিকে শিবপুর ইউপির আওয়ামী লীগের বিদ্রোহী (স্বতন্ত্র) চেয়ারম্যান প্রার্থী সিরাজ উদ্দিন রাকিব অভিযোগ করে বলেন, ‘নৌকার চেয়ারম্যান প্রার্থী জসিমউদদীন ও তাঁর কর্মী-সমর্থকেরা প্রতিনিয়ত নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে মোটরসাইকেলের মহড়া করছেন। অস্ত্রের মহড়া দিচ্ছেন। হামলা-ভাঙচুর ও বোমাবাজি করছেন তাঁরা। আমাকে জনসংযোগ করতে দেওয়া হচ্ছে না। প্রচারে বাধা দেওয়া হচ্ছে। গতকাল রোববার দুপুরেও কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। নির্বাচন অফিসে অভিযোগ দিলেও অভিযোগ নেওয়া হচ্ছে না।’

তবে অভিযোগ অস্বীকার করে ভোলা সদর উপজেলার রিটার্নিং কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘আমার অফিসে সিসি ক্যামেরা রয়েছে। যদি কোনো প্রার্থী অফিসে এসে অভিযোগ দিয়ে থাকেন, তাহলে সিসি ক্যামেরায় তার প্রমাণ পাওয়া যাবে। প্রার্থীদের অভিযোগ না নেওয়া বিষয়টি সত্য নয়। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সরেজমিনে গেলে স্থানীয় সাধারণ ভোটাররা জানান, গত কয়েক দিন ধরে শিবপুর ইউপিতে হামলা, ভাঙচুর ও বোমাবাজির ঘটনা ঘটে। এতে সাধারণ ভোটাররা আতঙ্কিত। শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ নিয়ে শঙ্কা প্রকাশ করেন ভোটাররা। সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ ভোটের পরিবেশ সৃষ্টির দাবি তাঁদের।

ওই ইউনিয়নে নৌকার চেয়ারম্যান প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান জসিমউদদীন অভিযোগ অস্বীকার করে উল্টো স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলে বলেন, ‘তাঁদের লোকজন এলাকায় বোমাবাজি করছেন।’

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট হবে বলে জানিয়েছেন পুলিশ সুপার সাইফুল ইসলাম। আগামী ৫ জানুয়ারি এ উপজেলার ১২ ইউপিতে ভোট।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

প্রশিক্ষণ ছাড়াই মাঠে ৪২৬ সহায়ক পুলিশ কর্মকর্তা

গ্রাহকের ২,৬৩৫ কোটি টাকা দিচ্ছে না ৪৬ বিমা কোম্পানি

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

মারধর করে ছাত্রলীগ কর্মীর পিঠে পাড়া দিয়ে অটোরিকশায় শহর ঘোরাল ছাত্রদল, সঙ্গে উচ্চ স্বরে গান

বরিশাল বিশ্ববিদ্যালয়: তিন দফা দাবিতে সোমবার মাঠে নামছেন শিক্ষার্থীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত