Ajker Patrika

ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

কয়রা প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১৫: ৪৭
ভ্যানের ধাক্কায় শিশুর মৃত্যু

খুলনার কয়রায় ইঞ্জিনচালিত অবৈধ ভ্যানের ধাক্কায় জামিলা খাতুন নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

গতকাল সোমবার সকাল ৯ টায় উপজেলার বাগালি ইউনিয়নের নারায়নপুর গ্রামে সরদার বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে। সে ওই গ্রামের কবিরুল ইসলামের কন্যা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শিশু জামিলা রাস্তার ধারে খেলা করছিল। এমন সময় একটি ইঞ্জিনচালিত ভ্যান এসে জামিলাকে পেছন দিক থেকে ধাক্কা দেয়।

তাৎক্ষণিক তার পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. জ্যোতির্ময় মণ্ডল বলেন, ‘সকাল সাড়ে ৯ টার দিকে শিশুটিকে মুমূর্ষু অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থা তাঁর মৃত্যু হয়।’

কয়রা থানার তদন্ত ওসি মো. শাহাদত হোসেন বলেন, ‘এ ঘটনার কোনো তথ্য এখনো জানা নেই। তবে আমরা খোঁজ নেওয়ার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত