Ajker Patrika

ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও প্রবাসীরা

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ৪৯
ছাত্রদলের কমিটিতে বিবাহিত ও প্রবাসীরা

লক্ষ্মীপুর ইউনিয়নের চাঁনপুর গ্রামের বাসিন্দা সুহেল মিয়া। তিনি বিবাহিত এবং দুই সন্তানের পিতা। লক্ষ্মীপুর ইউনিয়ন ছাত্রদলে ক্রীড়া বিষয়ক সম্পাদকের পদ পেয়েছেন তিনি।

বিবাহিত কাজী আব্দুল্লাহ আল মামুন স্থান পেয়েছেন বাংলাবাজার ইউনিয়ন ছাত্রদলের কমিটির সহসভাপতি পদে। একই কমিটির সহসভাপতি মুজাহিদুর রহমান সৌরভ, সাধারণ সম্পাদক জাবের হোসাইন, সাংগঠনিক সম্পাদক রামিম আহমদ এখনো হাইস্কুলে পড়াশোনা করে। ক্লাস সেভেন পর্যন্ত পড়াশোনা করেছেন বদরুল আলম রিপন। তিনি এবার স্থান পেয়েছেন নরসিংপুর ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে।

একই কমিটিতে দেশের বাইরে থাকা তিনজন রেমিট্যান্স যোদ্ধাও স্থান পেয়েছেন। শুধু লক্ষ্মীপুর, বাংলাবাজার, নরসিংপুর ও দোহালিয়া ইউনিয়নেই নয়, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সব কটি ইউনিয়নেই ছাত্রদলের কমিটিতে অছাত্র, স্কুল পড়ুয়া, বিবাহিত ও প্রবাসীদের স্থান দেওয়া হয়েছে।

গত ৩ জানুয়ারি উপজেলার ৯ ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহযোগী সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়। এসব কমিটি নিয়ে অসন্তোষ দেখা দিয়েছে খোদ ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যেই।

ছাত্রদলের নেতা কর্মীরা জানান, ছাত্রদলের কমিটিতে স্থান পেতে বাংলাদেশের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র হতে হবে। এ ছাড়া এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার বাধ্যবাধকতাও রয়েছে।

উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুল হক শামীম বলেন, জেলার নেতাদের স্পষ্ট নির্দেশ ছিল ইউনিয়ন পর্যায়ে কমিটি করার আগে যাতে সব যুগ্ম আহ্বায়ক ও সিনিয়রদের সঙ্গে বসে পরামর্শ করে সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু এটা করা হয়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রদলের এক নেতা বলেন, ‘বিএনপি নেতা কলিম উদ্দিন মিলন ও মিজান চৌধুরীর রাজনৈতিক বলয়ের প্রভাব পরেছে ছাত্রদলের কমিটিতে।

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দীন সিহাব বলেন, ‘আমরা শতভাগ স্বচ্ছতার ভিত্তিতে কমিটি দিয়েছি। এরপরও যদি কমিটিতে কোনো অসংগতি বা সাংগঠনিক নিয়মের বাইরে কিছু হয়ে থাকে, আমরা বসব। বসে যাচাই বাছাই করে এসব বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত