মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
বছরের প্রথম দিনই বই উৎসব। বিনা মূল্যে নতুন বই পাবে শিক্ষার্থীরা। তবে টাঙ্গাইলের মির্জাপুরে বই উৎসব নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছ শঙ্কা। কেননা শতভাগ বই পৌঁছায়নি এখনো।
উপজেলায় নতুন বইয়ের চাহিদা রয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩২৮। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩১৮টি বই পৌঁছেছে।
শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এতে মোট শিক্ষার্থী ৬০ হাজার ৬১ জন।
উপজেলায় ৯ হাজার ৫০০ জন প্রাক্-প্রাথমিক, ১১ হাজার ১৯ জন প্রথম শ্রেণি, ১০ হাজার ৩২৭ জন দ্বিতীয় শ্রেণি, ৯ হাজার ৯৩০ জন তৃতীয় শ্রেণি, ৯ হাজার ৫৮৫ জন চতুর্থ শ্রেণি ও ৯ হাজার ৭০০ জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রয়েছে।
প্রথম শ্রেণির তিন বিষয়ের মধ্যে এক বিষয়, দ্বিতীয় শ্রেণির তিন বিষয়ের মধ্যে দুই বিষয় এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছয় বিষয়ের মধ্যে তিন বিষয়ের বই পৌঁছেছে। প্রাক্-প্রাথমিক শিক্ষার্থীদের বই না এলেও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪৫ শতাংশ বই এসেছে। তবে বই উৎসবের দিনে কোনো শিক্ষার্থী খালি হাতে বাড়ি যাবে না বলে শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
অন্যদিকে উপজেলায় ৫২টি মাধ্যমিক ও ১৪টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৫ হাজার ৭০০ জন শিক্ষার্থীর জন্য ৫ লাখ ৩৯ হাজার ৭৯২টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির ২ লাখ ১২ হাজার ৩৪৫টি বই পৌঁছেছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাদিকা আফরিন জানায়, সপ্তম শ্রেণির বই এখনো আসেনি বলে শিক্ষকেরা জানিয়েছেন। উৎসবের দিন সবাই নতুন বই পাবে, কিন্তু তারা পাবে না বলে হতাশা প্রকাশ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, উৎসবের দিনে শিশুশ্রেণি বাদে সব শ্রেণির শিক্ষার্থীরা একটি বই হলেও পাবে। উৎসবের আগেই প্রত্যাশিত বই পাওয়ার কথা জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার জানান, চাহিদার প্রায় ৪০ শতাংশ বই হাতে এসে পৌঁছেছে। তবে সপ্তম শ্রেণির কোনো বই পৌঁছায়নি। কয়েক দিনের মধ্যেই বাকি বই পৌঁছে যাবে।
বছরের প্রথম দিনই বই উৎসব। বিনা মূল্যে নতুন বই পাবে শিক্ষার্থীরা। তবে টাঙ্গাইলের মির্জাপুরে বই উৎসব নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছ শঙ্কা। কেননা শতভাগ বই পৌঁছায়নি এখনো।
উপজেলায় নতুন বইয়ের চাহিদা রয়েছে ২ লাখ ৫৮ হাজার ৩২৮। এর মধ্যে ১ লাখ ১৯ হাজার ৩১৮টি বই পৌঁছেছে।
শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, উপজেলায় ১৭০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ১৫৬টি কিন্ডারগার্টেন স্কুল রয়েছে। এতে মোট শিক্ষার্থী ৬০ হাজার ৬১ জন।
উপজেলায় ৯ হাজার ৫০০ জন প্রাক্-প্রাথমিক, ১১ হাজার ১৯ জন প্রথম শ্রেণি, ১০ হাজার ৩২৭ জন দ্বিতীয় শ্রেণি, ৯ হাজার ৯৩০ জন তৃতীয় শ্রেণি, ৯ হাজার ৫৮৫ জন চতুর্থ শ্রেণি ও ৯ হাজার ৭০০ জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রয়েছে।
প্রথম শ্রেণির তিন বিষয়ের মধ্যে এক বিষয়, দ্বিতীয় শ্রেণির তিন বিষয়ের মধ্যে দুই বিষয় এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ছয় বিষয়ের মধ্যে তিন বিষয়ের বই পৌঁছেছে। প্রাক্-প্রাথমিক শিক্ষার্থীদের বই না এলেও প্রথম থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ৪৫ শতাংশ বই এসেছে। তবে বই উৎসবের দিনে কোনো শিক্ষার্থী খালি হাতে বাড়ি যাবে না বলে শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন নিশ্চিত করেছেন।
অন্যদিকে উপজেলায় ৫২টি মাধ্যমিক ও ১৪টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণি পর্যন্ত ৩৫ হাজার ৭০০ জন শিক্ষার্থীর জন্য ৫ লাখ ৩৯ হাজার ৭৯২টি বইয়ের চাহিদা রয়েছে। এর মধ্যে ষষ্ঠ, অষ্টম ও নবম শ্রেণির ২ লাখ ১২ হাজার ৩৪৫টি বই পৌঁছেছে, যা শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হবে।
মির্জাপুর সরকারি সদয় কৃষ্ণ পাইলট উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী সাদিকা আফরিন জানায়, সপ্তম শ্রেণির বই এখনো আসেনি বলে শিক্ষকেরা জানিয়েছেন। উৎসবের দিন সবাই নতুন বই পাবে, কিন্তু তারা পাবে না বলে হতাশা প্রকাশ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেন জানান, উৎসবের দিনে শিশুশ্রেণি বাদে সব শ্রেণির শিক্ষার্থীরা একটি বই হলেও পাবে। উৎসবের আগেই প্রত্যাশিত বই পাওয়ার কথা জানান তিনি।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হায়দার জানান, চাহিদার প্রায় ৪০ শতাংশ বই হাতে এসে পৌঁছেছে। তবে সপ্তম শ্রেণির কোনো বই পৌঁছায়নি। কয়েক দিনের মধ্যেই বাকি বই পৌঁছে যাবে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪